Mutual Fund: আর কিছুদিনের মধ্যেই বাজারে আরও ৫টি নতুন ফান্ড হাজির করতে চলেছে মোতিলাল অসওয়াল ফান্ড হাউজ (Motilal Oswal Fund House)। যে সমস্ত মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্য বড় সুখবর। বাজারে যেমন কোনও সংস্থা শেয়ার ছাড়ার আগে আইপিও নিয়ে আসে, তেমনই ফান্ড হাউজগুলিও (Mutual Fund) আইপিওর মতই নিয়ে আসে এনএফও বা নিউ ফান্ড অফার। দেখে নিন কী কী ফান্ড (NFO Alert) আসছে ? কীভাবেই বা এতে বিনিয়োগ করা যাবে।


মোতিলাল অসওয়াল ফান্ড হাউজ ইতিমধ্যেই কাগজ জমা করেছে


বাজার নিয়ন্ত্রক সেবির কাছে ৫টি নতুন ফান্ডের জন্য ইতিমধ্যেই কাগজ জমা করেছে মোতিলাল অসওয়াল ফান্ড হাউজ। এই নতুন ফান্ডগুলির মধ্যে রয়েছে নিফটি মিডস্মল ফিনান্সিয়াল সার্ভিসেস ইনডেক্স ফান্ড, নিফটি মিডস্মল হেলথকেয়ার ইনডেক্স ফান্ড, নিফটি মিডস্মল আইটি এবং টেলিকম ইনডেক্স ফান্ড, নিফটি মিডস্মল ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স ফান্ড এবং কোয়ান্ট ফান্ড।


বিস্তারিত তথ্য এই ৫ ফান্ডের সম্পর্কে


সেবির কাছে জমা দেওয়া তথ্য অনুসারে, নিফটি মিডস্মল ফিনান্সিয়াল সার্ভিসেস ইনডেক্স ফান্ড হবে একটি ওপেন এন্ডেড ফান্ড যা কিনা নিফটি মিডস্মল ফিনান্সিয়াল সার্ভিসেস টোটাল রিটার্ন ইনডেক্সের প্রতিলিপি করবে। স্বপ্নিল মায়েকার এবং রাকেশ শেঠি থাকবেন এই ফান্ডের ম্যানেজার। এই ফান্ড স্কিম মূলত গ্রোথ অপশনের সঙ্গে রেগুলার ও ডিরেক্ট দুটি বিকল্পই দেবে বিনিয়োগকারীদের। নিফটি মিডস্মল হেলথকেয়ার ইনডেক্স ফান্ডও ম্যানেজ করবেন এই দুই ফান্ড ম্যানেজার। এই ফান্ডেরও বেঞ্চমার্ক থাকবে নিফটি মিডস্মল হেলথকেয়ার টোটাল রিটার্ন ইনডেক্স।


একইভাবে নিফটি মিডস্মল আইটি ও টেলিকম ইনডেক্স ফান্ড, নিফটি মিডস্মল ইন্ডিয়া কনজাম্পশন ফান্ড, কোয়ান্ট ফান্ড এই তিনটির বেঞ্চমার্ক থাকবে যথাক্রমে নিফটি মিডস্মল আইটি ও টেলিকম টোটাল রিটার্ন ইনডেক্স, নিফটি মিডস্মল ইন্ডিয়া কনজাম্পশন টোটাল রিটার্ন ইনডেক্স এবং নিফটি ৫০০ টোটাল রিটার্ন ইনডেক্স।


কীভাবে হবে বিনিয়োগ


মাত্র ৫০০ টাকা দিয়েই এই এনএফওগুলি কিনে নেওয়া যাবে। তারপর এক টাকার গুণিতকে নিজের বিনিয়োগ বাড়াতে পারবেন বিনিয়োগকারীরা। মাসিক এসআইপির ক্ষেত্রে এই ফান্ডগুলিতে ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে ন্যূনতম ১২টি কিস্তি দিতে হবে এসআইপির ক্ষেত্রে। অর্থাৎ এসআইপি করলে এই ফান্ডে এক বছর টানা বিনিয়োগ চালিয়ে যেতে হবে।


(  মনে রাখবেন  : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Rekha Jhunjhunwala: টাটার এই ৫ শেয়ার বেচে দিলেন রেখা ঝুনঝুনওয়ালা, দাম কি পড়বে ?