2022 MPV sales In India: দেশের গাড়ি বাজারে শুরুতেই 'ধামাকা' করল কিয়া ক্যারেন্স (Kia Carens)।এমপিভি বিক্রির হিসেবে জানুয়ারি থেকে জুনের মধ্যে টয়োটা ইনোভাকে ছাড়িয়ে গেছে এই গাড়ি। তবে নিজের সেলস রেকর্ড বজায় রেখেছে মারুতি আরটিগা (Maruti Ertiga)।
Kia Carens Update: কোন গাড়ির বেশি বিক্রি ?
জানুয়ারি থেকে জুনের মধ্যে মোট ৩০,৯৫৩টি গাড়ি বিক্রি করেছে কিয়া ক্যারেন্স (Kia Carens)। যেখানে ইনোভা ক্রিস্টা একই সময়ে ৩০,৫৫১টি গাড়ি বিক্রি করতে পেরেছে। তবে এদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মারুতি আরটিগা(Maruti Ertiga)। ইতিমধ্যেই ৬৮,৯২২ ইউনিট বিক্রি করেছে কোম্পানি। পিছিয়ে নেই এর XL6 মডেল, একই সময়ে ২০,১৭৬টি গাড়ি বিক্রি করেছে মারুতি। অন্যান্য কোম্পানির মধ্যে রেনোঁ ট্রাইবার ১৭,০৪৬টি ইউনিট বিক্রি করতে সক্ষম হয়েছে। যেখানে কিয়া কার্নিভাল কেবল ১৮৪৭ গাড়ি বিক্রি করেছে।
Kia Carens: কত দাম কিয়া ক্যারেন্সের ?
২০২২ সালের শুরুতে লঞ্চ করা হয়েছিল এই গাড়ি। দুটি পেট্রল ইঞ্জিন ও একটি ডিজেল স্বয়ংক্রিয়/ম্যানুয়াল অপশনে পাওয়া যায় এই এমপিভি। দেশের বাজারে কিয়া ক্যারেন্সের দাম শুরু হয় ৯.৫ লক্ষ টাকা থেকে। এর সেরা সংস্করণের দাম ১৭.৭ লক্ষ টাকা রাখা হয়েছে। যেখানে ইনোভার দামই শুরু হচ্ছে ১৭ লক্ষ থেকে। যার টপ ভ্যারিয়েন্টের দাম ২৬.৫ লক্ষ টাকা৷ দেশের গাড়ির বাজারের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত প্রিমিয়াম এমপিভি মার্কেটে ইনোভা তার বিক্রির সংখ্যা ধরে রেখেছে। তবে কিয়া ক্যারেন্সের নজরকাড়া চেহারা ও বৈশিষ্ট্য ইনোভাকে প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
Kia Carens Update: এই বৈশিষ্ট্যের জন্যই বেশি বিক্রি
কিয়া ক্যারেন্স একটি ৬ ও ৭ আসনের এমপিভি অফার করে। যেখানে ছয় আসনের সেরা সংস্করণে ক্যাপ্টেন সিট পান ক্রেতা। ক্যারেন্সের অন্যতম বৈশিষ্ট্য হল তৃতীয় সারির আসনের জন্য 'ওয়ান-টাচ ইলেকট্রনিক টাম্বল মেকানিজম'। এতে সানরুফ, কুল সিটস, ওয়্যারলেস চার্জিং ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সম্প্রতি আরটিগাও এমপিভিতে অনেক আপডেট করেছে। এর একটি CNG সংস্করণও রয়েছে, যা বাজারে বেশ জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।
Joker Malware Attack: এখনই আনইনস্টল না করলে ভুগতে হবে, এই ৪ অ্যাপে লুকিয়ে বিপদ