Stock Market: ভারতের শেয়ার বাজারের ইতিহাসে আরও একবার রেকর্ড গড়ল এই সংস্থার শেয়ার। সংস্থার একটা শেয়ারের দামই পৌঁছে গিয়েছে এখন ১ লক্ষ ৩৭ হাজার ৮৩৪ টাকায়। কিছুদিন আগেই এলসিড ইনভেস্টমেন্ট নামে একটি শেয়ারের দাম ৩ টাকা থেকে পৌঁছে গিয়েছিল ৩ লক্ষ টাকায়। এই শেয়ারকেও পিছনে ফেলে দিয়েছে MRF। হ্যাঁ, MRF-এর শেয়ারই এখন ভারতের শেয়ার বাজারে সবথেকে দামি শেয়ার।
এলসিড ইনভেস্টমেন্ট শেয়ারের চমকপ্রদ উত্থান
২০২৪ সালের ২৯ অক্টোবর সংবাদের শিরোনামে উঠে এসেছিল এলসিড ইনভেস্টমেন্টের শেয়ার। এই স্টকের দাম ৩.৫৩ টাকা থেকে উঠে এসেছিল ২.৩৬ লক্ষ টাকায় অর্থাৎ এই শেয়ারে মুনাফা এসেছিল একদিনেই ৬৬.৯৫ শতাংশ। আর সেই দিন এলসিড ইনভেস্টমেন্টের স্টক এমআরএফের স্টককে পিছনে ফেলে ভারতের সবথেকে দামি স্টকের শিরোপা পেয়েছিল। কিন্তু এখন আবার এই এলসিডের স্টকের দাম নেমে এসেছে ১.২৯ লক্ষ টাকায়। আর তাই এর দাম এখন ভারতের বাজারে দ্বিতীয় স্থানে।
এমআরএফ সংস্থার সাম্প্রতিক পারফরম্যান্স
গতকাল মঙ্গলবার যদিও এমআরএফের শেয়ারের দাম ১.৯ শতাংশ পড়ে গিয়েছিল, আর গত সপ্তাহে মোট ৩.৩৪ শতাংশ পড়েছে এই শেয়ারের দাম, তবু মে মাসে এই সংস্থার শেয়ারে মুনাফা এসেছে ৩.২৪ শতাংশ। শেষ দুই মাসে এমআরএফের শেয়ার থেকেই ২২.৫৪ শতাংশের মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ২০২৫ সাল শুরুর আগে এই স্টকের দাম ৫.৭ শতাংশ বেড়েছে। এমআরএফের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ১.৪৭ লক্ষ টাকা আর সর্বনিম্ন স্তর রয়েছে ১.০২ লক্ষ টাকায়।
মার্চ ত্রৈমাসিকে দারুণ ফলাফল
২০২৪-২৫ অর্থবর্ষের মার্চ ত্রৈমাসিকে এমআরএফ সংস্থা দারুণ ফলাফল করেছে। সংস্থার কনসলিডেটেড নেট মুনাফা ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৯২.৭৪ কোটি টাকা। একই ত্রৈমাসিকে আগের অর্থবর্ষে এই নেট মুনাফা হয়েছিল ৩৭০.৫২ কোটি টাকা। সংস্থার অপারেশনাল আয় হয়েছিল ৭০৭৪.৮২ কোটি টাকা, যা ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১১.৪ শতাংশ বেড়েছে। সংস্থার অপারেটিং মুনাফাও বেড়েছে ১৭.৮ শতাংশ। এখন এমআরএফের EBITDA গত বছরের মার্চ ত্রৈমাসিকের থেকে বেড়ে হয়েছে ১০৪৩ কোটি টাকা। সংস্থার অপারেটিং মার্জিন যা আগে ছিল ১৪.৩ শতাংশ তা এখন হয়েছে ১৫ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)