নয়াদিল্লি: দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে ফের শীর্ষে রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি গৌতম আদানি। ২০২৪ সালের ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফোর্বস পত্রিকা, তাতে এবছর ২০০ ভারতীয় জায়গা করে নিয়েছেন (Richest Men in the World)। গত বছর যদিও মাত্র ১৬৯ ভারতীয়ই ওই তালিকায় জায়গা পেয়েছিলেন। এই ২০০ ভারতীয় ধনকুবেরের মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৯৫ হাজার ৪০০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। গত বছর ১৬৯ ভারতীয় ধনকুবেরের মিলিত সম্পদের পরিমাণ ছিল ৬৭ হাজার ৫০০ কোটি ডলার। (Forbes Billionaire List)


ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ। তার মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৬০০ কোটি ডলার। গত বছর যা ৮ হাজার ৩০০ কোটি ডলার ছিল। মুকেশের হাত ধরে এই প্রথম এশিয়া থেকে কেউ ১০ হাজার কোটি ডলারের ক্লাবে প্রবেশ করলেন। এই মুহূর্তে পৃথিবীর নবম ধনীতম ব্যক্তি মুকেশ। ভারত এবং এশিয়ার নিরিখে তিনি রয়েছেন শীর্ষে। এক বছরে তার সম্পদ বেড়েছে ৩৯.৭৬ শতাংশ।


দ্বিতীয় ভারতীয় ধনকুবের হিসেবে তালিকায় রয়েছেন আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার। পৃথিবীর মধ্যে ১৭তম স্থানে রয়েছেন তিনি। ভারতের সবচেয়ে ধনী মহিলা নির্বাচিত হয়েছেন সাবিত্রী জিন্দল। গত বছর ষষ্ঠ স্থানে ছিলেন তিনি, এবার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৫০ কোটি ডলার।


আরও পড়ুন: ITR Update: আয়কর রিটার্নের নতুন সিজন শুরু, সমস্ত ফর্ম প্রকাশ করল আয়কর বিভাগ- আপনার জন্য কোনটা প্রযোজ্য ?


এ বছরের ধনকুবের তালিকায় ২৫ জন নতুন মুখ রয়েছেন। তাঁদের মধ্যে নরেশ ত্রেহান, রমেশ কুনহিকান্নন, রেণুকা জগতিয়ানির নাম উল্লেখযোগ্য। বায়জু রবীন্দ্রণ, রোহিকা মিস্ত্রির নাম এবছর তালিকায় নেই। 


গোটা পৃথিবীর নিরিখে তালিকায় একেবারে শীর্ষে রয়েছে বার্নার্ড আর্নো এবং তাঁর পরিবার। তাঁদের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৩৩০ কোটি ডলার। টেসলা কর্তা ইলন মাস্ক রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৯ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ রয়েছে তাঁর। তৃতীয় স্থানাধিকারী অ্যামাজন কর্তা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ৪০০ কোটি ডলার। ১৭ হাজার ৪০০ কোটি ডলারের মালিক ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানাধিকারী ল্যারি এলিসন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৪০০ কোটি ডলার।


গত এক বছরে পৃথিবীতে ধনকুবেরদের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি চোখে পড়েছে। বর্তমানে গোটা পৃথিবীতে ২ হাজার ৭৮১ জন ধনকুবের রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলারের বেশি। গত বছর ১০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে, গত বছর এমন মানুষের সংখ্যা ছিল ১৪১। এবছর যে ২ হাজার ৭৮১ জন ধনকুবেরের খোঁজ মিলেছে, তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪ লক্ষ ২০ হাজার কোটি ডলার।