Mukesh Ambani Wealth: ব্লুমবার্গের বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের ধনীদের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টক বৃদ্ধির জন্য ল্যারি এলিসনকে পিছনে ফেলে অষ্টম স্থান থেকে সপ্তমে চলে এসেছেন মুকেশ। বর্তমানে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এই তালিকায় দ্বিতীয় স্থান থেকে সামান্য দূরে রয়েছেন।


Gautam Adani Wealth: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ল্যারি এলিসনের মোট সম্পদ ১.১৯ বিলিয়ন ডলার কমেছে। এরপর মুকেশ অম্বানি ৯০ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে সপ্তম স্থানে এসেছেন। ওয়ারেন বাফেট মুকেশ আম্বানির আগে ষষ্ঠ স্থানে রয়েছেন, যার মোট সম্পদ ১০২ বিলিয়ন ডলার। বিল গেটস ১০৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে পঞ্চম স্থানে ও অ্যামাজনের জেফ বেজোস ১১৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। এলন মাস্ক ১৭৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে আছেন। এই ধনীদের সূচকে আর বার্নার্ড আর্নল্ট ১৪৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।


Bloomberg Billionaires: গৌতম আদানি ফের একবার বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছনোর পথে। বর্তমানে তিনি বার্নার্ড আর্নল্টের থেকে মাত্র ৯ বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছেন।


Gautam Adani Wealth: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, এলন মাস্কের সম্পদ ২০২২ সালে ৯১ বিলিয়ন ডলার কমেছে। জেফ বেজোসের সম্পদ কমেছে ৭৯.৫ বিলিয়ন। এই কমার তালিকায় রয়েছে বিল গেটসও। তাঁর সম্পদও ২৮.৭ বিলিয়ন ডলার কমেছে। এলন মাস্ক, জেফ বেজোস ও বিল গেটসের সম্পদের পতন মূলত মার্কিন শেয়ারবাজারে দরপতনের পরই হয়েছে। কোম্পানির শেয়ারে পতনের কারণে এলন মাস্ক, জেফ বেজোস ও বিল গেটসের সম্পদে তীব্র পতন দেখা গেছে। সেখানে ২০২২ সালে শীর্ষ ১০ বিলিয়নেয়ারের মধ্যে কেবল গৌতম আদানি ও মুকেশ অম্বানির সম্পদ বেড়েছে।