Mazgaon Dock Share: বিনিয়োগকারীদের অনেকেই প্রতিরক্ষা খাতের স্টকে টাকা লাগিয়েছেন। বিগত কয়েক বছর এই স্টকগুলি বিপুল রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। এদের মধ্যে কয়েকটি আবার মাল্টিব্যাগার রিটার্নে (Multibagger Stock) পরিণত হয়েছে। একটি স্টকে মাত্র ৩ মাসের মধ্যেই বিনিয়োগ দ্বিগুণ করেছে, কিন্তু সেই স্টকের (Mazgaon Dock Share) দামে এবার ধস নামবে ? সেলিং সিগনাল দিল ব্রোকারেজ ফার্ম। এখনও হোল্ড করবেন নাকি বেচে দেবেন ? মাজগাঁও ডক শিপবিল্ডার্সের শেয়ার নিয়ে কী জানাল এই ব্রোকারেজ ফার্ম ?
উচ্চস্তর থেকে দাম পড়েছে ১৫ শতাংশ
ইতিমধ্যেই মাজগাঁও ডক শিপবিল্ডার্সের স্টকে ডাউনট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। শুক্রবারের বাজারে এই সংস্থার দাম ০.৬৭ শতাংশ পড়েছে এবং বন্ধ হয়েছে ৪৯৬৫ টাকায়। মাজগাঁও ডক শিপবিল্ডার্সের ৫২ সপ্তাহের উচ্চস্তর ৫৮৬০ টাকা থেকে যা কিনা ১৫ শতাংশ কম।
বাজেটের পর থেকেই দাম কমতে শুরু করেছে এই স্টকে
বিগত ৫ দিনে মাজগাঁও ডক শিপবিল্ডার্সের শেয়ার প্রায় ২.৫ শতাংশ পড়ে গিয়েছে। আর এদিকে ১ মাসের হিসেব ধরলে দেখা যাচ্ছে এই শেয়ার এখন সাড়ে ৪ শতাংশের লোকসান নিয়ে ট্রেড করছে। বাজেটের আগেও হু হু করে দাম বাড়ছিল এই শেয়ারের। কিন্তু বাজেটের পর থেকেই অজানা কারণে ক্রমেই দাম কমছে এই শেয়ারের।
এভাবে শেয়ারের দামে এসেছিল র্যালি
এই পতন শুরু হওয়ার আগে, মাজগাঁও ডক শিপবিল্ডার্স সংস্থার স্টক বাজারের অন্যতম সেরা মাল্টিব্যাগার স্টক হিসেবে পরিচিত ছিল। ২০২৪ সালের শুরুতে এই স্টকের দাম ছিল ২২৮৯ টাকা, আর জুলাই মাসে এসে এই শেয়ারের দাম বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫৮৬০ টাকায়। ডাউনট্রেন্ড শুরু হওয়ার আগেই এই একটি শেয়ারে ৭-৮ মাসের মধ্যেই ১৫৬ শতাংশ মুনাফা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। ৩ মাসে ১০৫ শতাংশ রিটার্ন এসেছে এই শেয়ারে।
১১৬৫ টাকায় নেমে আসবে কি এই শেয়ারের দাম
আইসিআইসিআই সিকিউরিটিজ ব্রোকারেজ ফার্মের মন্তব্য অনুসারে আগামী দিনে এই স্টকের দাম ৭৭ শতাংশ পড়তে পারে। এখন যেখানে এই শেয়ারের দাম ৪৯৬৫ টাকায় ট্রেড করছে, সেখানে এই ব্রোকারেজ ফার্ম এই শেয়ারে টার্গেট প্রাইস রেখেছে ১১৬৫ টাকা। অর্থাৎ এই শেয়ার বেচে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছে এই ব্রোকারেজ ফার্ম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Multibagger Share: পকেটে ভরিয়েছে এই আইপিও, লিস্টিংয়ের পর ৩ মাসেই ৭১ শতাংশ রিটার্ন