Penny Stocks: মাত্র ১৩ পয়সায় কেনা একটি স্টক থেকেই কোটিপতি হতে পারতেন আপনি ! এক কথায় এটি একটি পেনিস্টক। ভারতের শেয়ার বাজারের (Multibagger Stock) আসল মাল্টিব্যাগার এটিই। মাত্র ৫ বছরের মধ্যেই এই স্টকে (Penny Stock) দিয়েছে ৩৪ হাজার শতাংশ রিটার্ন। ১৩ পয়সার স্টক আজ পৌঁছে গিয়েছে ৪৪ টাকায়। কোন সংস্থার স্টক ? কেনা ছিল আপনার ?

বিপুল রিটার্ন দিয়েছে এই স্টক

১৫ এপ্রিল ২০২০ তারিখে এই হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারের দাম ছিল মাত্র ১৩ পয়সা। সেই সময় কেউ যদি এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করত, তাহলে তা আজকের দিনে মাত্র ৫ বছরের মধ্যেই ৩.৪৩ কোটি টাকায় পরিণত হত। অর্থাৎ ১ লাখ থেকেই কোটিপতি হতে পারতেন আপনিও। এই স্টক পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের।

গত ৪ বছরে এই প্রথম হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারের দাম ১৩ হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের এপ্রিল মাসে এই শেয়ারের দাম ছিল ৩৪ পয়সা। ২০২৫ সালের এপ্রিল মাসে এই শেয়ারের দাম বিরাট লাফ দিয়ে পৌঁছে যায় ৪৪.৬৫ টাকায়। এখন আবার যদিও খানিক কমে এই শেয়ারের দাম নেমে এসেছে ৩৬.৮৪ টাকায়। তথ্য বলছে গত ৫ বছরে আদপে এই শেয়ার বিনিয়োগকারীদের ৪০,৮৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে। তবে গত এক বছরে মাত্র ২.৭০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। আর গত ৬ মাসে ৩৭.১৩ শতাংশের পতন এসেছে এই স্টকে।

শেয়ার স্প্লিট হয়েছে

মাত্র তিন বছরে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৯১১ শতাংশ। গত বছর এই হাজুর মাল্টিপ্রজেক্টস সংস্থা তাদের শেয়ার স্প্লিট করে, একটি শেয়ারকে ১০টি শেয়ারে বিভক্ত করে দেওয়া হয়। ১০ টাকার ফেসভ্যালু যুক্ত শেয়ারকে ১ টাকার ফেসভ্যালু যুক্ত ১০টি শেয়ারে বিভক্ত করা হয়। আর এতে বিনিয়োগকারীদের আরও বেশি মুনাফা হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)