IREDA Share Price: এই বছর বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই হু হু করে বেড়েছিল শেয়ারের দাম। মাত্র ২ মাসের মধ্যে প্রায় ৫০০ শতাংশ বেড়েছিল এই শেয়ারের দাম। এক কথায় মাল্টিব্যাগার রিটার্ন। সংস্থার নাম ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি দেব এজেন্সি, সংক্ষেপে IREDA। ফেব্রুয়ারি মাসের শুরুতেই সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায় এই এনার্জি সেক্টরের স্টক। পরে আবার কিছুটা দাম কমলেও গতকাল ফের ইন্ট্রাডেতে ৪.৯৮ শতাংশ বেড়ে IREDA-র শেয়ারের দাম পৌঁছায় সর্বোচ্চ উচ্চতায়। এখন ১৪৯.৭৫ টাকায় ট্রেড করছে এই শেয়ারের দাম। কেন হঠাৎ দামে বৃদ্ধি ?
কী জানাল সংস্থা
এক্সচেঞ্জ ফাইলিংয়ে একটি বিবৃতিতে IREDA সংস্থা জানিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থা ৩৭,৩৫৪ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে যা এই সংস্থার হিসেবে সর্বোচ্চ সংখ্যা। সংস্থার লোন বুক রয়েছে ৫৯৬৫০ কোটি টাকার যা কিনা আগের থেকে ২৬.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থবর্ষে মার্চের ত্রৈমাসিকে যেখানে এই সংস্থা ২৩৭৯৬ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে, সেখানে আগের অর্থবর্ষে এই সংস্থার মঞ্জুর করা ঋণের পরিমাণ ছিল ১১৭৯৭ কোটি টাকা। ঋণ মঞ্জুরের পরিমাণ বেড়ে গিয়েছে প্রায় ১০১.৭ শতাংশ।
কত রিটার্ন এসেছে
মাত্র ৫০ টাকায় এই সংস্থার আইপিও এসেছিল বাজারে। আর আইপিও অনুমোদনের পর বাজারে সংস্থার শেয়ার তালিকাভুক্ত হওয়ার পরে শেয়ারের দাম বেড়েছিল ২০০ শতাংশ। আইপিও কেনা থাকলে আর সেই শেয়ার আজ পর্যন্ত ধরে রাখলে, আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগকারী পেতেন ৩৬৮ শতাংশ রিটার্ন। সংস্থার শেয়ারের সর্বোচ্চ স্তর ২০১৫ টাকা যা কিনা ফেব্রুয়ারি মাসেই একটি সেশনে ছুঁয়ে ফেলেছিল দাম।
এখন কত চলছে দাম
IREDA সংস্থার বর্তমান বাজার মূলধন ৪০২৪৯ কোটি টাকা এবং এখন সংস্থার শেয়ারের দাম ৪.৯৮ শতাংশ বেড়ে হয়েছে ১৪৯.৭৫ টাকা। ফলে সংস্থার লোন বুক বৃদ্ধির কারণেই এই লাফ লক্ষ্য করা গিয়েছে শেয়ারের দামে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)