Samsung Galaxy Smartphone: ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন (Samsung Galaxy M55 5G) লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের (Samsung Galaxy M15 5G) সঙ্গে। আগেই শোনা গিয়েছিল এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। আর লঞ্চের পর যে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে কেনা যাবে, সেটাও শোনা গিয়েছিল। এবার এই দুই ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি- এই দুই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে, কী ধরনের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট থাকতে পারে সেই প্রসঙ্গেও আভাস পাওয়া গিয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি 


অ্যামাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে ঘোষণা করা হয়েছে এই দুই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ৮ এপ্রিল দুপুর ১২টায়। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে ডেনিম ব্ল্যাক এবং হাল্কা সবুজ রঙে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন লঞ্চ হবে ব্লু টোপাজ, স্টোন গ্রে এবং সেলেস্টাইন ব্লু- এই তিন রঙে। 


দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে 



  • স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকতে চলেছে।

  • এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED Plus ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে।

  • এই ফোনে থাকতে চলেছে Vision Booster প্রযুক্তি সাপোর্ট যার সাহায্যে ইউজাররা চড়া সূর্যালোকেও স্পষ্টভাবে ফোনের স্ক্রিন দেখতে পাবেন।

  • স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

  • এই ফোএ থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকবে। এছাড়াও থাকবে রাতে ছবি তোলার জন্য বিশেষ ফিচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজন্স যুক্ত টুলস যেমন- ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার- এই সব ফিচার। 


স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে 



  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকতে চলেছে।

  • এছাড়াও থাকবে ৬.৫ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে।

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। 

  • এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। স্যামসাং কর্তৃপক্ষের দাবি এই ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে প্রায় ২ দিন পর্যন্ত কাজ করবে এই ব্যাটারি। 


আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি ১২এক্স ৫জি, কী কী ফিচার রয়েছে? কত দামে কিনতে পারবেন?