Share Market: শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে প্রচুর মুনাফা পেয়েছেন, এমন উদাহরণ ভুরি ভুরি দেওয়া যায়। বেশ কিছু অজানা স্টক রয়েছে বাজারে যারা কয়েক বছরের মধ্যেই মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) এনে দিয়েছে। আর তেমনই একটি স্টক, যেখানে তিন বছরের মধ্যে ৭০০ শতাংশ রিটার্ন মিলেছে বিনিয়োগকারীদের। আপনার কেনা আছে এই শেয়ার ?


মিস্টান ফুডস (Mishtann Foods) সংস্থার শেয়ার এই কয়েক বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। ৯ টাকা দামের শেয়ার কয়েক বছরের মধ্যেই ২৪ টাকায় উঠে এসেছে। এখন এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমার কাছেই রয়েছে এই শেয়ারের দাম। ফলে আরও কি বাড়তে পারে দাম ? এখন কি কিনে রাখতে পারেন ?


৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমার কাছে


বৃহস্পতিবারের বাজারে এই শেয়ারের (Multibagger Stock) দাম অনেকটা গ্যাপ আপে খুলেছে এবং ইন্ট্রাডেতে সর্বোচ্চ ২৪.৮৪ টাকার সীমা ছুঁয়ে ফেলে। ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা এই শেয়ারে ২৬.৫০ টাকা, ফলে আর ৬ শতাংশ বাড়লেই সীমা ছুঁয়ে ফেলবে এই স্টক। তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই এই লাফ লক্ষ্য করা যাচ্ছে মিস্টান ফুডসের শেয়ারে।


শেয়ারের দামে ওঠানামা


শেষ এক মাসে মিস্টান ফুডসের শেয়ারের (Multibagger Stock) দাম ১৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩.৩৫ টাকা, অর্থাৎ এক মাসে ৩৫ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। অন্যদিকে শেষ ৬ মাসে, ১৩.৫০ টাকা থেকে এই শেয়ারের দাম হয়েছে ২৩.৩৫ টাকা। অর্থাৎ ছয় মাসে বিনিয়োগকারীরা ৭০ শতাংশ রিটার্ন পেয়েছেন এই শেয়ারে। আবার শেষ এক বছরে এই শেয়ারে বিনিয়োগ ধরে রাখলে আপনি ১৫০ শতাংশ রিটার্ন পেতেন, একইভাবে তিন বছরে রিটার্ন আসত ৭০০ শতাংশ। কোভিডের আগে ২.৯০ টাকা থেকে লাফ দিয়ে তিন বছরে ২৩.৩৫ টাকায় পৌঁছে গিয়েছে মিস্টান ফুডসের এই শেয়ার।


ত্রৈমাসিকের ফল কী বলছে ?


চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ পেতেই দেখা যায় এই সংস্থার অপারেশনস থেকে রেভেনিউ এসেছে প্রায় ৩৩০.৫২ কোটি টাকা যা কিনা গত অর্থবর্ষের থেকে ১০১ শতাংশ বেশি। EBITDA-র ক্ষেত্রেও তৃতীয় ত্রৈমাসিকে ৩২৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৯৬.৫১ কোটি টাকা।


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: Multibagger Stock: ২৪ টাকার স্টক ৪৩৪ টাকায়, ১০ বছরে ৫০০০ রিটার্ন