Share Market: এক বছরে বিপুল রিটার্ন এসেছে এই স্টকে। ৮৬ টাকা থেকে শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪৫২ টাকা। অর্থাৎ যা কিনা প্রায় ৪২৫ শতাংশ। বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই স্টকের দাম। কোন সংস্থার স্টক ? আপনার পোর্টফোলিওতে (Multibagger Stock) আছে কি ?
কোন সংস্থার শেয়ার
স্মলক্যাপ সংস্থার এই স্টকে এক বছরে ৪২৫ শতাংশ রিটার্ন এসেছে। সংস্থার নাম লরেঞ্জিনি অ্যাপারেলস লিমিটেড (Lorenzini Apparels Ltd)। এই সংস্থাই (Multibagger Stock) সম্প্রতি ঘোষণা করেছে বোনাস শেয়ার এবং স্টক স্প্লিটের। গত সপ্তাহে সংস্থার যে বোর্ড মিটিং হয় তাতে লরেঞ্জিনি অ্যাপারেলস ঘোষণা করেছে যে ৬:১১ অনুপাতে বোনাস শেয়ার এবং ১:১০ অনুপাতে স্টক স্প্লিট হতে চলেছে আগামীতে। এর মানে হল যে সমস্ত বিনিয়গকারীর কাছে এই সংস্থার ১১টি স্টক আছে, তাঁরা অতিরিক্ত ৬টি স্টক বিনামূল্যে পাবেন। আবার স্টক স্প্লিটের অনুপাতের অর্থ হল আপনার কাছে যদি এই সংস্থার ১টি শেয়ার থাকে তাহলে তা ১০টি শেয়ারে পরিণত হবে।
বোনাস শেয়ার ঘোষণা
স্টক মার্কেট এক্সচেঞ্জে এই সংস্থা জানিয়েছে যে সেবির রেগুলেশন ৩০ অনুসারে ১২ ফেব্রুয়ারি এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এই সংস্থার সমস্ত শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হবে ৬:১১ অনুপাতে। ১১টি ১ টাকা দামের শেয়ার থাকলে তাঁর বিনিময়ে বিনিয়োগকারীরা ৬টি ১ টাকা মূল্যের অতিরিক্ত ইকুইটি শেয়ার পাবেন। তবে রেকর্ড ডেট এখনও জানা যায়নি।
স্টক স্প্লিট
একইভাবে সেবির রেগুলেশন ৩০ অনুযায়ী এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে স্টক স্প্লিটের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ১২ ফেব্রুয়ারি এই সিদ্ধান্তে জানা যায় ১০ টাকা ফেসভ্যালুর একটি স্টকের বদলে এই সংস্থা এবার ১ টাকা মূল্যের ১০ টি স্টকে বিভাজন করবে। এক্ষেত্রেও কোনও রেকর্ড ডেট জানা যায়নি।
সংস্থার ব্যবসার পরিসংখ্যান
২০২৩ সালের ডিসেম্বর মাসে এই সংস্থার নেট সেলস ছিল ১২.৬৮ কোটি টাকার, ২০২২ সালের ডিসেম্বর মাসের সেলসের থেকে যা ৪.২৩ শতাংশ বেড়েছে। ত্রৈমাসিকের নেট প্রফিটের পরিমাণও গত বছর ডিসেম্বর ত্রৈমাসিকের তুলনায় ১২৮০.৭৫ শতাংশ বেড়েছে বলা যায়। EPS-এর কথা বলতে গেলেও তা ২০২২ সালের ডিসেম্বর মাসের তুলনায় এই অর্থবর্ষে ডিসেম্বর ত্রৈমাসিকে বেড়েছে। ০.১৭ টাকা থেকে হয়েছে ২.৩৪ টাকা।
৮ জানুয়ারি এই শেয়ারের দাম ছিল ২৩০.৩৮ টাকা, সেখান থেকে আজ এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪৯৩ টাকা। অর্থাৎ যা কিনা ১১৩ শতাংশ বৃদ্ধি। গত এক মাসে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। এক সপ্তাহে দাম হয়েছে ১৩.৮২ শতাংশ।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)