Virat Anushka Second Child: 'ওয়েলকাম সিম্বা', বিরাটপুত্রকে ছোট্ট সিংহের সঙ্গে তুলনা নেটিজেনদের, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

Virat Anushka Son: লায়ন কিং- এর সিম্বার সঙ্গে তো সকলেই পরিচিত। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্মের পর তাকে 'সিম্বা' নামেই অভ্যর্থনা জানাচ্ছেন নেটিজেনদের অনেকে।

Continues below advertisement

Virat Anushka Second Child: পুত্র সন্তানের (Baby Boy) জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। দ্বিতীয়বার বাবা-মা হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা। নবজাতকের জন্য সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা এবং আশীর্বাদ। বিরুষ্কার অনুরাগীরাও উচ্ছ্বসিত 'অকায়'- (Akaay) এর জন্ম নিয়ে। ছেলের নাম অকাই রেখেছেন বিরাট-অনুষ্কা (Virat Anushka)। বাংলা অভিধান অনুযায়ী এই শব্দটির অর্থ 'পরমাত্মা'। তবে এটাই কিন্তু এই নামের একমাত্র অর্থ নয়। এই শব্দের বিদেশি যোগও রয়েছে বটে। তুর্কি অভিধানেও 'অকায়' বলে এক শব্দ রয়েছে, যার অর্ধ 'উজ্জ্বল চাঁদ।' তবে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট 'অকায়'- কে 'সিম্বা' (Simba) নামেই সম্বোধন করছেন নেটিজেনরা।

Continues below advertisement

লায়ন কিং- এর সিম্বার সঙ্গে তো সকলেই পরিচিত। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের জন্মের পর তাকে 'সিম্বা' নামেই অভ্যর্থনা জানাচ্ছেন নেটিজেনদের অনেকে। 'ওয়েলকাম সিম্বা' ক্যাপশন দিয়ে একাধিক পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। সঙ্গে আবার দেওয়া হচ্ছে মুফাসা (লায়ন কিং- এর বাবা সিংহ) এবং ছোট্ট সিম্বা (মুফাসার পুত্র)- র ছবি। ব্যাট হাতে ২২ গজে সিংহের মতোই দাপট দেখান বিরাট কোহলি। তাই তাঁকে সিংহ থুড়ি মুফাসা এবং সদ্যোজাত 'অকাই'- কে ছোট্ট সিম্বার সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা। 

এক্স মাধ্যমে বিরাট কোহলি জানিয়েছিলেন পুত্রসন্তানের জন্মের খবর। সেই পোস্টে গিয়ে নেটিজেনদের কেউ লিখেছেন, 'ওয়েলকাম সিম্বা', সঙ্গে লায়ন কিং ছবির ভিডিও দেওয়া হয়েছে। কেউ বা লিখেছেন 'ওয়েলকাম প্রিন্স'। কেউ লিখেছেন, 'সিম্বাকে পৃথিবীতে স্বাগত'। দেখে নেওয়া যাক নেটিজেনরা কী কী লিখেছেন। 

 

 

 

 

প্রথমে সন্তান অর্থাৎ কন্যার নাম রাখার ক্ষেত্রে বিরাট কোহলির নামের আদ্যাক্ষরের সঙ্গে মিলিয়ে বিরাট-অনুষ্কা মেয়ের নাম রেখেছিলেন ভামিকা। এবার পুত্রসন্তানের নামের ক্ষেত্রে অনুষ্কার নামের আদ্যাক্ষরের সঙ্গে মিল রেখেছেন তারকা দম্পতি। ছেলের নাম রেখেছেন অকায়। এখনও মেয়ের ছবি বা মেয়েকে প্রকাশ্যে আনেননি বিরাট, অনুষ্কা। মাঝে একবার মিডিয়া ভামিকার একটি ছবি তুলে তা প্রকাশ্যে আনায় সেই ছবি সরিয়ে নেওয়ার আবেদনও জানান তারকা দম্পতি। এবার ছেলের ক্ষেত্রেও সেই গোপনীয়তা বজায় রাখতে চান বিরুষ্কা। সেই নিরিখেই সোশ্যাল মিডিয়ার পোস্টে আবেদন জানিয়েছেন অনুষ্কা শর্মা। 

আরও পড়ুন- পুত্রসন্তানের নামে চমক, বিরুষ্কা এবং নবজাতককে শুভেচ্ছাবার্তা তারকাদের, আনন্দে অনুরাগীরাও

Continues below advertisement
Sponsored Links by Taboola