Small Cap Stock: শেয়ার বাজারে অনেকেই বিনিয়োগ করেন মূলত এই ধরনের মাল্টিব্যাগার শেয়ারের সন্ধানে। এমন কিছু শেয়ার যদি পেয়ে যান একবার তাতে বিনিয়োগ ধরে রাখলে বিপুল মুনাফার সম্ভাবনা থেকেই যায়। কিন্তু অনেকে আবার স্মলক্যাপ কোম্পানির স্টকে (Multibagger Stock) বিনিয়োগে একটু পিছিয়ে আসেন বলা চলে। কিন্তু দেখা গিয়েছে গত এক বছর শেয়ার বাজারে নথিভুক্ত বড় বড় কোম্পানিগুলি এত বিপুল রিটার্ন এনে দিতে না পারলেও এই স্মলক্যাপ কিছু কিছু স্টকে চমকে দেওয়া রিটার্ন ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। কিছু কিছু স্টকে এসেছে দ্বিগুণ রিটার্ন, তাও মাত্র ২ মাসের মধ্যেই।
২০২৩ সালে বেশ কিছু স্মলক্যাপ স্টক (Multibagger Stock) বিপুল মুনাফা দিয়েছিল আর তাঁদের মধ্যেই কিছু স্টকে ২০২৪ সালে এসেও উর্ধ্বগতি বজায় থেকেছে। প্রায় ১০০ শতাংশ রিটার্ন মিলেছে এইসব স্টকে। দেখা গিয়েছে এই বছরের প্রথম দুই মাসেই হু হু করে বেড়েছে এইসব শেয়ারের দাম। এদের মধ্যে উল্লেখযোগ্য সংস্থাগুলি হল – Kesar India, Waree Technologies, Waree Renewable Tech, Unitech, Cupid ইত্যাদি।
Kesar India-র শেয়ারের দাম ২০২৩ সালে বেড়েছিল ৫১৪ শতাংশ আর ২০২৪ সালে ইতিমধ্যেই দুই মাসের মধ্যে ২০৫ শতাংশ রিটার্ন এনেছে এই শেয়ার। ৩ মাসে এই শেয়ারের দাম বেড়েছে ১৮১ শতাংশ। অর্থাৎ এই শেয়ারে আপনি যদি ডিসেম্বর মাসের শুরুতে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ২ লাখ ৮১ হাজার টাকা রিটার্ন পেতেন। অন্যদিকে Waree Renewable এবং Waree Technologies এই দুটিও আদপে মাল্টিব্যাগার শেয়ার। এই দুটি শেয়ারের দামই দুই মাসে আপনার টাকা দ্বিগুণ করতে পারত।
রিয়েল এস্টেট সংস্থা হিসেবে Unitech –এর শেয়ারে বিনিয়োগ করলে আপনি গত এক বছরে ২৭৯ শতাংশ রিটার্ন পেতেন আর জানুয়ারি মাসের শুরুতে যদি বিনিয়োগ করতেন তাহলে আপনার ১ লাখ টাকা ২ লাখ ১৭ হাজার টাকায় পরিণত হত। অর্থাৎ এক কথায় ১১৭ শতাংশ রিটার্ন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Juniper Hotels listing: লিস্টিংয়েই ১১ শতাংশ লাফাল এই হোটেলের শেয়ার,এখন কিনলে ক্ষতি হবে না তো ?