Share Market: সোমবারের বাজারে এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে এই স্টক। গত বছরে প্রায় ১৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। পিএসইউ-র এই স্টকে হঠাৎই ঊর্ধ্বগতি দেখা গেল। জানা গিয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা আর তাই এর ব্যবসা আগামীতে আরও ভাল হওয়ার আঁচ পেয়েছেন বিনিয়োগকারীরা। সংস্থার নাম 'ভেল' (BHEL) অর্থাৎ ভারত হেভি এনার্জি লিমিটেড।
সোমবার বিএসইতে প্রায় ৪.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে BHEL-এর স্টক ২০৫.৬০ টাকায় প্রায় ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলে। সেদিন বাজারে কোম্পানির প্রায় ১৬ লক্ষ শেয়ারের কেনাবেচা চলে। বিগত তিন মাসে ৫৬ শতাংশেরও বেশি বেড়েছে এই শেয়ারের দাম। আর ২০২৩ সালে অর্থাৎ এক বছরের হিসেবে BHEL-এর শেয়ার বেড়েছে ১৫০ শতাংশ অর্থাৎ দ্বিগুণেরও বেশি।
BHEL জানিয়েছে NLC India-র পক্ষ থেকে একটি বিরাট অর্ডার পেয়েছে তারা। ওড়িশার ঝাড়সুগুড়াতে বিরাট বড় একটি থার্মাল পাওয়ার প্রজেক্ট করতে চলেছে BHEL। স্টক এক্সচেঞ্জকে এই বিষয়ে তারা সঠিক তথ্যও জানিয়েছে। আর এই প্রজেক্টের কনট্র্যাক্ট ভ্যালু প্রায় ১৫ হাজার টাকারও বেশি। বয়লার, টারবাইন, জেনারেটর, ইলেকট্রিক্যাল, কনট্রোল এবং ইনস্ট্রুমেন্টেশন ইত্যাদি সরবরাহের অর্ডার পেয়েছে BHEL। এই থার্মাল প্রজেক্টের সমস্ত সিভিল ওয়ার্ক এই সংস্থাই করবে বলে জানিয়েছে।
এই প্রজেক্টের সমস্ত যন্ত্রাংশ তৈরি হবে কোম্পানির কারখানায়। হরিদ্বার, হায়দ্রাবাদ, ত্রিচি, বেঙ্গালুরু, ঝাঁসি, ভোপাল, রানিপত ইত্যাদি অঞ্চলে রয়েছে কোম্পানির কারখানা। কাজ শুরুর মাত্র ৬৪ মাসের মধ্যেই এই বিরাট প্রজেক্ট শেষ করে ফেলবে BHEL। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন এর ফলে এই শেয়ারের দাম ভবিষ্যতে ৩০০ টাকা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আগামীতে আরও ৩০-৪০ শতাংশ বাড়তে পারে এই স্টক, এমনই ধারণা বিশেষজ্ঞদের।
অন্যদিকে বাজারে আরেকটি সরকারি সংস্থার শেয়ার বিপুল রিটার্ন দিয়েছে। ভারতীয় রেল কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC) গত ৬ মাসে প্রায় ২৪৪ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। আইআরএফসি শেয়ার প্রায় দুই বছর ধরে লাভের ম্যারাথন দৌড় শুরু করেছে। এক বছর আগে যেখানে কোম্পানির শেয়ার ছিল ২৫.৪০ টাকা, মঙ্গলবার তা সর্বোচ্চ ১৪০ টাকার সীমা ছাড়িয়ে গিয়েছে। সরকারি খাতের এই সংস্থা এক বছরে পাঁচ গুণেরও বেশি রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: Multibagger Stock: ২৫ টাকার শেয়ার এক বছরে ১৪০, রেলের সঙ্গে নাম জড়িয়ে এই মাল্টিব্যাগার স্টকের