Share Market: ভারতী এয়ারটেলের সহায়ক সংস্থা ভারতী হেক্সাকমের আইপিও বাজারে আজ তালিকাভুক্ত হল। আর তালিকাভুক্তির দিনেই বিপুল সাড়া মিলল এই আইপিওতে। বম্বে স্টক এক্সচেঞ্জে ভারতী হেক্সাকমের শেয়ার ৭৫৫.২০ টাকায় তালিকাভুক্ত (Bharati Hexacom IPO Listing) হল। আইপিওর ইস্যু প্রাইসের থেকেও ৩৩ শতাংশ বেড়ে গেল দাম। যেখানে এই ভারতী হেক্সাকমের আইপিওর প্রাইসব্যান্ড রাখা ছিল ৫৪২-৫৭০ টাকায়, সেখানে এই শেয়ার ৭৫৫.২০ টাকায় লিস্টিং হল বাজারে।


কত টাকায় তালিকাভুক্ত হল NSE-তে ?


অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ৭৫৫ টাকায় তালিকাভুক্ত হয়েছে। ভারতী এয়ারটেলের এই সহায়ক সংস্থার উপর বিনিয়োগকারীদের বিপুল ভরসাতেই এই দুরন্ত ডেবিউ (Bharati Hexacom IPO Listing) করল ভারতী হেক্সাকম। বাজারে আজ পতনের দিনেও ভারতী হেক্সাকমের আইপিওতে সাড়া মিলল।


আইপিও নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য


বিগত ৩ এপ্রিল বাজারে এসেছিল ভারতী হেক্সাকমের আইপিও। সাবস্ক্রিপশন চলেছিল ৫ এপ্রিল পর্যন্ত। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে এই সংস্থা ৪২৭৫ কোটি টাকা তুলতে চেয়েছে। তবে এই শেয়ারটি সম্পূর্ণরূপে অফার ফর সেলের মাধ্যমেই এসেছে বাজারে। এতে নতুন কোনও শেয়ার ইস্যু করা হয়নি। আইপিওর মাধ্যমে মোট ৭.৫ কোটি শেয়ার ছাড়া হয়েছিল বাজারে।


কেমন বিনিয়োগ এসেছে ?


ভারতী হেক্সাকমের আইপিওতে (Bharati Hexacom IPO Listing) ২৯.৮৮ বার সাবস্ক্রিপশন এসেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিও সাবস্ক্রাইব করেছেন ৪৮.৫৭ বার। অন্যদিকে, অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১০.৫২ বার সাবস্ক্রাইব করেছেন এই আইপিও। আর সবশেষে খুচরো বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ২.৮৩ বার।


গ্রে মার্কেটে কত দাম চলছে


আজ তালিকাভুক্তির দিনে গ্রে মার্কেটে ভারতী হেক্সাকমের আইপিও ১২৫ শতাংশ প্রিমিয়ামে ট্রেড করছে। মনে করা হয়েছিল এই আইপিও ৫৭০ টাকার প্রাইসব্যান্ড থেকে ২১.৭৩ শতাংশ বেড়ে ৬৯৫ টাকায় তালিকাভুক্ত হবে। কিন্তু এর থেকেও বেশি দামে ৭৫৫ টাকায় তালিকাভুক্ত হয় এই শেয়ার।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Multibagger Share: ১ বছরেই ১৫২৮ শতাংশ রিটার্ন এনেছে এই স্টক, আইপিও কিনে রাখলে পেতেন ১৮ লাখ