Stock Market: এ যেন সত্যিই একটা আস্ত কুবেরের খনি। কেনা থাকলে এক বছরেই কপাল খুলে যেত আপনার। বদলে যেত গোটা জীবনের ভাগ্য। স্টক মার্কেটে পেনিস্টকের (Stock Market) জায়গা থেকে আজ এই স্টক একটা বড় খবরে পরিণত হয়েছে। এক বছরেই এই সংস্থার শেয়ার (Multibagger Stock) থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন ২৪ হাজার শতাংশের মুনাফা। মাত্র ১ লাখ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ২.৪ কোটি ! কোন স্টক ? আপনি আগে দেখেছিলেন ?

এই স্টকের নাম এলিটকন ইন্টারন্যাশনাল যার ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল মাত্র ১.১০ টাকা। আর এখন এই স্টকের দাম ট্রেড করছে ২৪৭.৩০ টাকায়। এই সপ্তাহে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই স্টকের দাম প্রতিদিনই ৫ শতাংশ করে বেড়ে গিয়েছে বলা চলে। গত ১৫ দিনেই এই শেয়ারের দাম দ্বিগুণ হয়েছে। ৪৫টি ট্রেডিং সেশনের মধ্যে ৩০টি সেশনেই এই স্টক আপার সার্কিটে থেকেছে। আর এক মাসের মধ্যে এই এলিটকন ইন্টারন্যাশনাল সংস্থার স্টকে ১৭৮ শতাংশ আর গত ৬ মাসে ১২০০ শতাংশেরও বেশি মুনাফা দিয়েছে। ফলে সাম্প্রতিক সময়ের মধ্যে এই স্টকই সবথেকে আক্রমণাত্মক গতিতে বেড়ে গিয়েছে ভারতের বাজারে।

এই অসাধারণ গতির ফলে সংস্থার বাজার মূলধন ৩৯,৫৩০ কোটি টাকার সীমা ছাড়িয়ে গিয়েছে যা একে একটি লার্জ-ক্যাপ ফার্মে পরিণত করেছে। এত কম সময়ের মধ্যে এত বিপুল অঙ্কের মুনাফার দিক থেকে এলিটকন সংস্থা অনেকাংশেই এগিয়ে রয়েছে। ফলে বিনিয়োগকারী এবং বাজার বিশেষজ্ঞ উভয়কেই চমকে দিয়েছে এই স্টকের রিটার্ন।

এই সংস্থার স্টকে দৃঢ় প্রোমোটার হোল্ডিং এবং যথাযথ বিদেশি বিনিয়োগ রয়েছে বলেই এই স্টকে ভরসা দেখছেন বিনিয়োগকারীরা। সংস্থার ৫৯.৫ শতাংশ শেয়ার রয়েছে এই সংস্থার প্রোমোটারদের কাছে আর ৩৮.২৬ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। এই শেয়ারহোল্ডিং প্যাটার্নের কারণেই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন।

১৯৮৭ সালে তৈরি হওয়া এই এলিটকন ইন্টারন্যাশনাল সংস্থা একটি এফএমসিজি কোম্পানি যারা মূলত তামাকজাত পণ্য উৎপাদন করে এবং এছাড়াও আরও নানা পণ্য উৎপাদন করে থাকে। ভারত সহ সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, হংকং, ইউরোপ ইত্যাদি আরও নানা জায়গায় এই সংস্থার ব্যবসা ছড়িয়ে আছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)