Ganesh Infraworld Stock: গতকালের বাজারে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ঘোষণার আবহে ২০০ পয়েন্ট এগিয়েই খুলেছিল বাজার আর শেষে রেপো রেট অপরিবর্তিত থাকায় খানিক নেমে এসে ০.১৪ শতাংশ বেড়ে সবুজেই বন্ধ হয়েছে সেনসেক্স। সপ্তাহের শেষ ট্রেডিং দিনে বিশেষ মুনাফা না হলেও পতন দেখা যায়নি। নিফটিও এদিন ১০.৩০ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। ব্যাঙ্কিং স্টকগুলিতে দেখা গিয়েছে দুরন্ত গতি। আর এরই মধ্যে একটি নতুন সংস্থার শেয়ার তালিকাভুক্ত হয় স্টক (Multibagger Stock) এক্সচেঞ্জে আর তারপরেই দাম বাড়তে বাড়তে একদিনের মধ্যেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করে দেয় এই স্টক (Ganesh Infraworld Limited Stock)। একদিনেই রিটার্ন আসে ৯৯.৬৫ শতাংশ। কোন সংস্থার স্টক ? কেনা ছিল আপনার ?
কোন শেয়ারে এত মুনাফা ?
এই সংস্থার নাম গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড। ৬ ডিসেম্বর ভারতের শেয়ার বাজারে এই সংস্থার স্টক তালিকাভুক্ত হয়। আর সেদিন তালিকাভুক্ত হওয়ার পরেই দ্বিগুণ রিটার্ন এনে দেয় এই স্টক। বিগত ২৯ নভেম্বর এই সংস্থার আইপিও এসেছিল বাজারে। ৩ ডিসেম্বর পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। আর তারপরে গতকালই এই স্টক বাজারে তালিকাভুক্ত হয়েছে।
আরও পড়ুন: PAN Card: নতুন প্যান কার্ড পেলে আবার কি আধার লিঙ্ক করাতে হবে ? জানুন নিয়ম
প্রথম দিনেই দারুণ সাবস্ক্রিপশন
আইপিও আসার প্রথম দিনেই ১.৪৮ গুণ সাবস্ক্রিপশন আসে এই আইপিওতে। খুচরো বিনিয়োগকারীদের থেকে সাবস্ক্রিপশন আসে ২.৪৩ গুণ, আর অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিড করেছেন ১.২৪ গুণ। এই আইপিওতে একেবারে নতুন ১.১৮ কোটি শেয়ার ইস্যু করা হয়েছিল। আর আইপিওর মোট ইস্যু প্রাইস ছিল ৯৮.৬ কোটি টাকা।
সংস্থার ব্যবসা
গণেশ ইনফ্রাওয়ার্ল্ড লিমিটেড সংস্থা মূলত কনস্ট্রাকশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন, প্রজেক্ট, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিং তৈরির কাজ করে থাকে এই সংস্থা। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, রেলরোড প্রজেক্ট, জল সরবরাহ প্রজেক্ট ইত্যাদিতে কাজ করেই মুনাফা আসে সংস্থার ঘরে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)