অ্য়াডিলেড: ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে ওঠেন তিনি। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল আর এবার অ্য়াডিলেড ওভালে দিন রাতের টেস্ট। ভারতীয় বােলারদের সামনে ফের একবার জ্বলে উঠলেন ট্রাভিস হেড (Travis Head)। মার্নাস লাবুশেনের অর্ধশতরানের পর হেড হাঁকালেন দুরন্ত শতরান। ভারতের প্রথম ইনিংসে ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়ে ফেলেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৯১ রান বোর্ডে তুলে নিয়েছে অজিরা।


স্টিভ স্মিথ আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন ট্রাভিস হেড। তখন ক্রিজে ছিলেন অপরাজিত মার্নাস লাবুশেন। ১০৩ রানে যখন ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া সেখান থেকে লাবুশেন ও হেড মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের স্কোর। লাবুশেন প্রথমে অর্ধশতরানের ইনিংস খেলে আউট হন ৬৪ রান করে। তবে হেডকে ফেরাতে পারেননি ভারতীয় বোলাররা। শুরুতে কিছুটা থিতু হয়ে খেললেও ধীরে ধীরে হাত খোলেন হেড। বিশেষ করে হর্ষিত রানার ওপর বেশি করে নির্দয় ছিলেন হেড ও লাবুশেন দুজনেই। 


ভারতের বিরুদ্ধে গত ১৮ মাসে ক্রিকেটের বিভিন্ন ফর্ম্য়াটে ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্য়ান্স করেছেন। সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ম্য়াচ হারলেও হেডই দলের হয়ে সর্বােচ্চ রান করেছিলেন। 


শুক্রবার ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮০ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। আগের দিন লাবুশেন ও ম্য়াকস্যুইনি মিলে পার্টনারশিপ গড়েছিলেন। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নেন জসপ্রীত বুমরা। এদিনও প্রথম অজি শিবিরে ধাক্কা দেন বুমরাই। তিনি ফিরিয়ে দেন ম্য়াকস্যুইনিকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ অজি ওপেনার। আরও একবার ব্যর্থ হলেন স্টিভ স্মিথ। চলতি সিরিজে বারবার প্রাক্তন অজি অধিনায়ককে ভোগান্তির মুখে ফেলেছেন বুমরা। এদিনও ভারতীয় পেসারের সামনে শুরু থেকে কড়া চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন স্মিথ। শেষ পর্যন্ত মাত্র ২ রান করেই পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রাক্তন অজি অধিনায়ক। এরপর লাবুশেন ও হেডের পার্টনারশিপই ভারতকে আরও চাপে ফেলে দেয়। লাবুশেন শেষ পর্যন্ত ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানের ইনিংস খেলে অল আউট হয়ে যায়।