Share Market: বিপুল রিটার্ন মিলেছে এই সংস্থার স্টকে। আপনার পোর্টফোলিওতে থাকলে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগেই লাখপতি হতে পারতেন আপনি। আর ১ লাখ টাকা বিনিয়োগ করা থাকলে এই সংস্থার স্টক থেকেই আপনি পেতেন ১৯ লাখ টাকারও বেশি। কোন সংস্থার শেয়ার ?


সংস্থার নাম জয় বালাজী ইন্ডাস্ট্রিজ (Jai Balaji Industries)। বিগত এক বছরে ব্যতিক্রমী রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই শেয়ারের দাম ছিল ৫৩.৮ টাকা আর আজকের দিনে দাঁড়িয়ে এই শেয়ারের দাম (Multibagger Stock) হয়েছে ১০৪৬.৯০ টাকা। অর্থাৎ যা প্রায় ১৮৪৫ শতাংশ রিটার্ন। এর অর্থ হল আপনি যদি এক বছর আগে ১০ হাজার টাকা এই শেয়ারে বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা আজকের দিনে দাঁড়িয়ে ১.৯৪ লাখ টাকায় পরিণত হত। শুধুমাত্র জানুয়ারি মাসেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৪ শতাংশ।


জুলাই ২০২৩ থেকে শুরু করে এই সংস্থার শেয়ারের দাম পরপর ৭ মাসে বেড়েছে। জুলাই ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ এর মধ্যে জয় বালাজী সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২৭৭ শতাংশ।


২০২৩ সালে টানা আট মাস এই শেয়ারের দাম গ্রিন জোনে ছিল আর ৪ মাস ছিল রেড জোনে। শুধুমাত্র জুলাই মাসেই এই শেয়ারের দাম (Multibagger Stock) বেড়ে হয় ১০৬.৫ টাকা। তাছাড়া আগস্ট মাসেও এই শেয়ারের দাম বাড়ে ৭২ শতাংশ, এপ্রিল ও অক্টোবর মাসে ৩১ শতাংশ হারে বেড়েছে শেয়ারের দাম। তবে গত বছর জুন মাসে জয় বালাজীর শেয়ারে ১০ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও এই শেয়ারের দাম ৭ শতাংশ নিচে পড়েছিল। ২০২৩ সালের ২৮ মার্চ জয় বালাজীর শেয়ার সর্বনিম্ন সীমায় ছিল ৪২ টাকায়, যেখান থেকে ২০২৪ সালের ১৭ জানুয়ারি সর্বোচ্চ সীমায় ওঠে এই শেয়ারের দাম।   


সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার নেট প্রফিট ৮৬২ শতাংশ বেড়ে হয় ২০২ কোটি টাকা। একই ত্রৈমাসিকে ২০২২ সালে মাত্র ২২ কোটি টাকার প্রফিট করেছিল এই সংস্থা। রেভেনিউর ক্ষেত্রেও জয় বালাজীর উপার্জন বেড়েছে ১৩ শতাংশ।


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)  


আরও পড়ুন: Minor Demat Account: সন্তানের জন্য খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট, জেনে নিন- নিয়ম,শর্ত ও সুবিধা