হায়দরাবাদ: নতুন মরশুমে আইপিএল শুরুর আগেই চাপে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। উঠতি মডেল তানিয়া সিংহ সুইসাইডের ঘটনায় এবার তরুণ ক্রিকেটার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) সমন পাঠাল পুলিশ। ২৮ বছরের তানিয়ার দেহ উদ্ধার হয়েছিল সুরাটে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। সেখান থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা জড়িয়ে রয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে ভেসুর পুলিশ। এই ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পেরেছে যে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার অভিষেক শর্মার সঙ্গে যোগাযোগ ছিল তানিয়ার। 


আপাতত অভিষেককে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তানিয়ার ঘনিষ্ঠ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যদিও কোনও পক্ষই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরেই সেভাবে কোনও যোগাযোগ ছিল না অভিষেক ও তানিয়ার।


 






উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের সদস্য দীর্ঘদিন ধরেই অভিষেক। ২০১৮ সালে পৃথ্বী শ-র নেতৃত্বে যে ভারতীয় দল যুব বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন অভিষেক। এরপর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলা শুরু করেন। প্রতি বছরই একাদশের সদস্য তিনি। শুরুর দিকে লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও। তাঁর ব্যাটের দক্ষতা তাঁকে ওপেনিং স্লটে পাঠানো শুরু করে সানরাইজার্স টিম ম্য়ানেজমেন্ট। এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৪৭ ম্য়াচ খেলেছেন। মোট ৮৯৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৭৫। অর্ধশতরানের ইনিংসও খেলেছেন ৪টি। বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। 


বেশ কয়েক বছর ধরে আইপিএলে সেভাবে সাফল্য আসেনি। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল অরেঞ্জ আর্মি। কিন্তু এরপর থেকে আর ট্রফির স্বাদ পায়নি তাঁরা। এরপর ২০১৮ সালে সিএসকের বিরুদ্ধে ফাইনালে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। অনেকবার প্লে অফে পৌঁছলেও এখনও পর্যন্ত দ্বিতীয় ট্রফির স্বাদ না পাওয়া সানরাইজার্স এবার নিলামে প্যাট কামিন্সের মত বিশ্বকাপের বোলারকে রেকর্ড অর্থে দলে নিয়েছে। টুর্নামেন্টে কেমন পারফর্ম করবে, তা তো সময়ই বলবে। কিন্তু ২২ গজের লড়াইয়ে নামার আগেই কিন্তু কিছুটা অস্বস্তিতে এই শিবির।