Share Market: স্মলক্যাপ স্টকগুলিতেই বিশাল লাফ লক্ষ্য করা যায় বিগত কয়েক বছরে। বেশিরভাগ স্মলক্যাপ স্টকই কয়েক বছরের মধ্যেই বিপুল রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীদের। তাঁর মধ্যে একটি ফার্মা স্টকে মিলেছে বিপুল মুনাফা। ৫ বছরে প্রায় ৭৫০ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে। ২০১৯ সালে ৭৬২ টাকা থেকে বেড়ে এই স্টকের দাম হয়েছে ৬৫০০ টাকা। কোন সংস্থার (Multibagger Stock) শেয়ার ? আপনার কি কেনা আছে ?
কোন সংস্থার শেয়ার
ফার্মা সেক্টরের সঙ্গে যুক্ত এই সংস্থা নিউল্যান্ড ল্যাবের শেয়ারেই এসেছে এমন বিপুল মুনাফা। বিগত এক বছর এবং তিন বছর এমনকী পাঁচ বছরের হিসেব দেখলে মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Stock) পেয়েছেন বিনিয়োগকারীরা। শেষ তিন বছরে এই সংস্থার শেয়ারে ১২৮৯.২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫০০ টাকা। অর্থাৎ ৪৩৬ শতাংশ রিটার্ন। আর শেষ এক বছরের হিসেবে ধরলে এই সংস্থার শেয়ার বেড়েছে ৩৬৬ শতাংশ।
২০২৪-এর ওঠানামা
২০২৪ সালেই শুধু ৩০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। ৯ ফেব্রুয়ারি এই শেয়ারের দাম উঠে যায় ৬৯১৪ টাকার সীমায়। একেবারে রেকর্ড উচ্চতা। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা ১৩৬২.৬৫ টাকা থেকে প্রায় ৪০৭ শতাংশ বেড়েছে এই সংস্থার (Multibagger Stock) শেয়ার। এর আগে জানুয়ারি মাসেও ২১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল নিউল্যান্ড ল্যাবের শেয়ারে।
সংস্থার ব্যবসা
নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেড মূলত ভারতজুড়ে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল উপাদান তৈরি করে। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা এবং আন্তর্জাতিক স্তরেও এই সংস্থার ব্যবসা বিস্তৃত রয়েছে। বিভিন্ন সার্জারির কাজে এই সংস্থার তৈরি উপাদানগুলি কাজে আসে। ১৯৮৪ সালে তৈরি হওয়া এই সংস্থার সদর দফতর হায়দ্রাবাদে।
সংস্থার আয়ের পরিসংখ্যান
ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার (Multibagger Stock) মুনাফা বেড়েছে প্রায় ১৬৬.৪২ শতাংশ। গত বছর একই ত্রৈমাসিকে যেখানে নিউল্যান্ড ল্যাবের মুনাফা হয়েছিল ৩০.৫৫ কোটি টাকা, সেখানে এই ত্রৈমাসিকে ৮১.৩৯ কোটি টাকা। এই সংস্থার সেলসও বেড়েছে বিপুল হারে। এই ত্রৈমাসিকে ৪৫.৯০ শতাংশ থেকে বেড়েছে সেলস। তবে আগের ত্রৈমাসিকের হিসেবে রেভিনিউ কমে গিয়েছে ৫.৯৭ শতাংশ এবং মুনাফাও ৮.৮ শতাংশ কমেছে।
কী কী খারাপ দিক আছে সংস্থার শেয়ারে ?
ত্রৈমাসিক থেকে ত্রৈমাসিকে সংস্থার প্রোমোটার হোল্ডিং প্রায় ২ শতাংশ কমেছে। শেষ ত্রৈমাসিকে বহু মিউচুয়াল ফান্ড তাঁদের হোল্ডিং সরিয়ে নিয়েছে এই সংস্থা থেকে।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Gold Price Today: আজ রাজ্যে কি ফের বাড়ল সোনার রেট, না কমল বাজার দর ?