Stock Market: শেয়ার বাজারে বিনিয়োগকারীরা প্রায়ই এমন কিছু মাল্টিব্যাগার স্টকের সন্ধান করে থাকেন, যেগুলি খুব অল্প সময়েই বিপুল হারে রিটার্ন এনে দেবে। বিনিয়োগ দ্বিগুণ তিনগুণ এমনকি ১০ গুণও করে দিতে পারে এই সব স্টক (Multibagger Stock)। তেমনই একটি স্টকে (Sonata Software) যদি কেউ ১১ বছর বিনিয়োগ ধরে রাখতেন, তাহলে তিনি ৮০০০ শতাংশ রিটার্ন পেতেন। আর বিগত ৪ বছরে এই স্টকে রিটার্ন এসেছে ৬২০ শতাংশ। কোন সংস্থার শেয়ার ? আপনার বিনিয়োগ ছিল ?
এই মাল্টিব্যাগার স্টকের নাম সোনাটা সফটওয়্যার (Sonata Software)। আজ থেকে ৪ বছর আগে এই স্টকের দাম ছিল ৮৯ টাকা। তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই শেয়ারে এসেছে ৬৩০ শতাংশ। এখন এই সংস্থার শেয়ারের দাম ৬২৪ টাকা। আজ থেকে ১১ বছর আগে কেউ যদি এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে তিনি ৭৯৫০ শতাংশ রিটার্ন (Multibagger Stock) পেতেন। ২০২৩ সালের ১২ মাসের মধ্যে ১১ মাসেই ইতিবাচক রিটার্ন দিয়েছে এই স্টক। এই বছরে ১৬৩ শতাংশ রিটার্ন এসেছিল এই স্টকে। তবে ২০২৪ সালে মার্চ থেকে মে মাসে ৩৬ শতাংশ কমে গিয়েছিল এই স্টকের দাম।
পরে এই স্টকের দাম ফের বাড়তে শুরু করে। মার্চের নিম্নস্তর থেকে আরও ২৫.৬৬ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। তবে কিছু ব্রোকারেজ সংস্থা এই স্টকে বাই সিগনাল দিয়েছে। তাদের মতে এখনকার ৬২৪ টাকার স্তর থেকে এই স্টক ৯১৯ টাকা পর্যন্ত যেতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই স্টকের দাম আগামীতে আরও ৪৭ শতাংশ বাড়তে পারে এখনকার স্তর থেকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: IREDA Q1 Result: এই সরকারি কোম্পানির স্টকে দারুণ ফল, মুনাফা ৩৮৩ কোটি, সোমে দুরন্ত ছুট দেবে শেয়ার ?