Bike News: রয়্যাল এনফিল্ডের বাইকগুলি এখনকার তরুণ-যুবকদের মধ্যে খুবই জনপ্রিয়। ফলে বাজারে খুবই জনপ্রিয় এই রয়্যাল এনফিল্ডের বাইক। আর এবার সেই চাহিদা আরও বাড়িয়ে দিতে রয়্যাল এনফিল্ডের কিছু নতুন মডেল বাজারে (Royal Enfield Bikes) আসছে। এই তালিকায় ৩৫০ সিসির ইঞ্জিন থেকে ৬৫০ সিসির ইঞ্জিনের বাইক রয়েছে। এর মধ্যে সবথেকে আলোচিত বাইকটি হল রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০। এটি আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতের বাজারে আসতে চলেছে।
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০
রয়্যাল এনফিল্ডের এই বাইকটির জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছে দেশের বাইকপ্রেমী মানুষ। এই বাইকটি ১৭ জুলাই ২০২৪ দেশে আসতে চলেছে। এটি একটি নিও রেট্রো রোডস্টার বাইক, মূলত এটি রয়্যাল এনফিল্ড হিমালয়ান মডেলের (Royal Enfield Guerilla) উপরে তৈরি হয়েছে। এর পাশাপাশি এতে একটি ৪৫২ সিসির লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। দেশের বাজারে যে ট্রায়াম্ফ স্পিড ৪০০ বাইক রয়েছে, এটি তাঁর সঙ্গেও পাল্লা দেবে বলে জানা গিয়েছে। ২.৪০ লক্ষ টাকা পর্যন্ত এই বাইকের এক্স শো-রুম দাম রয়েছে।
২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Classic 350) সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে রয়েছে এই বাইকটি। এই বছর নয়া অবতারে বাজারে আসতে চলেছে ক্লাসিক ৩৫০। এই সংস্থা বাইকের নানা আপডেট নিয়ে আসতে চলেছে বলেই জানা গিয়েছে। নতুন কালার স্কিম এবং কিছু নতুন বৈশিষ্ট্য এতে ইনস্টল করা থাকবে। তবে আগের মতই ইঞ্জিন থাকবে এতে, এতে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ টুইন
এই তালিকায় সবার শেষে আছে ৬৫০ সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক টুইন। মনে করা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই এটি বাজারে চলে আসবে। এই বাইকটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর মতই হতে চলেছে। এছাড়াও সিঙ্গেল পিস হিট, ক্রোম কেসিং স্পোক হুইল সহ রাউন্ড এলইডি হেডল্যাম্প এবং আপ রাইট হ্যান্ডলবারের মত ফিচার্স থাকবে এতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুনঃ TVS Scooter: বাজাজের পর এবার সিএনজি স্কুটার আনবে টিভিএস, কত দামে পাবেন ? কবে আসবে বাজারে ?
Car loan Information:
Calculate Car Loan EMI