Multibagger Stocks: মাল্টিব্যাগার এই পিএসইউ স্টকে ১০ শতাংশ আপার সার্কিট, এখনই কেনার সময় ?

Stock Market Today: রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই স্টকে (Multibagger Stocks) বিনিয়োগে করলে লাভবান (Profit) হতে পারেন আপনি। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। জেনে নিন, এই PSU স্টকের নাম। 

Continues below advertisement

Stock Market Today:  এই স্টক নিয়ে এখন বাড়ছে উৎসাহ। রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই স্টকে (Multibagger Stocks) বিনিয়োগে (Investment) করলে লাভবান (Profit) হতে পারেন আপনি। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। জেনে নিন, এই PSU স্টকের নাম। 

Continues below advertisement

কী কাজ করে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি
পাবলিক-সেক্টর আন্ডারটেকিং (PSU) REC লিমিটেডের শেয়ার আগে গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশন (Rural Electrification Corporation) নামে পরিচিত ছিল। 30 এপ্রিল মঙ্গলবার ইন্ট্রা-ডে চলাকালীন এই মাল্টিব্যাগার স্টক আজীবন রেকর্ড-হাই ছুঁয়ে 10 শতাংশ বেড়েছে। REC মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। বিগত এক থেকে তিন বছরের সময়কাল ধরে বিনিয়োগকারীরা এই প্রফিট দিয়েছে।

কত বেড়েছে কোম্পানির লাভ
পাওয়ার প্রজেক্ট ফিন্যান্সের 2023-24 (Q4FY24) অর্থবছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার সময় শেয়ারের এই ঊর্ধ্বগতি দেখা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোম্পানি ₹3,00.9 কোটির তুলনায় নিট মুনাফা ₹4,016.3 কোটিতে নিয়ে এসেছে। যা কোম্পানির 34 শতাংশ বৃদ্ধি। গত বছরের সময়কালের সঙ্গে তুলনায় এই রেজাল্ট করেছে কোম্পানি। ত্রৈমাসিক-আন্ডার-রিভিউতে 712 কোটি টাকার ক্রেডিট লসের পরিমাণ দ্বারা নিট মুনাফার বৃদ্ধিতে সাহায্য করেছে। 

REC Q4-এর ফল
নিট সুদের আয় (এনআইআই) - অর্জিত এবং প্রদত্ত সুদের মধ্যে পার্থক্য - 25 শতাংশ বেড়ে ₹4,273 কোটি হয়েছে, যা আগের বছরের সময়ের ₹3,407 কোটি ছিল। মার্চ ত্রৈমাসিকে গ্রস নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) 2.71 শতাংশে নেমে এসেছে, যা আগের ডিসেম্বর ত্রৈমাসিকের 2.78 শতাংশের তুলনায় এই জায়গায় দাঁড়িয়েছে।

আগের ত্রৈমাসিকে 0.82 শতাংশের তুলনায় এনপিএ 0.86 শতাংশে এসেছিল৷ ত্রৈমাসিক-আন্ডার-রিভিউতে নেট-সুদের মার্জিন (NIM) ছিল 3.60 শতাংশ, যা আগের বছরের সময়ের 3.29 শতাংশের তুলনায়। উক্ত ত্রৈমাসিকে অপারেটিং মুনাফা বছরে 27.05 শতাংশ বেড়েছে (YoY) ₹4,435.9 কোটিতে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Continues below advertisement
Sponsored Links by Taboola