Share Price: আমেদাবাদের ইঞ্জিনিয়ারিং প্রকিওরমেন্ট ও কনস্ট্রাকশন সংস্থা প্রথম ইপিসি প্রজেক্টের (Pratham EPC Projects Share) শেয়ারের দাম গত কয়েকদিনে হু হু করে বেড়েছে। তাছাড়া ২ মাসেরও কম সময়ে এই শেয়ারের দাম বেড়েছে ২৭০ শতাংশ। বাজারে পতন এলেও এই শেয়ারটি (Multibagger Stocks) ছিল আপার সার্কিটে। শুক্রবার এই শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে বন্ধ হয় ২৭৬.২০ টাকায়। ৫২ সপ্তাহের সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে এই শেয়ার। নিফটি সেনসেক্সে যখন ১ শতাংশ পতন এসেছে, এই শেয়ারে দেখিয়েছে তেজিভাব।


আইপিওর দাম কত ছিল


NAE Emerge-এর মধ্যে এই ইঞ্জিনিয়ারিং প্রকিওরমেন্ট এবং কনস্ট্রাকশন সেক্টরের সংস্থার এটি প্রথম স্টক হিসেবে বাজারে তালিকাভুক্ত হয়েছিল। ১১ মার্চ এই সংস্থার আইপিও আসে বাজারে, ১৩ মার্চ পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। প্রতি শেয়ারের (Pratham EPC Projects Share) প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছিল ৭১-৭৫ টাকা। অন্যদিকে একটি লটে এই সংস্থার ১৬০০টি শেয়ার রাখা ছিল। ফলে বিনিয়োগকারীদের এক লট আইপিও কিনতে হলে একত্রে ১৬০০ শেয়ার কিনতে হত।


৫১ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছিল শেয়ার


১৮ মার্চ বাজারে তালিকাভুক্ত হয় এই শেয়ার। ১৩১ টাকা দামে তালিকাভুক্ত হয় এই শেয়ার। ফলে আইপিওর দামের থেকে ৫১ শতাংশ বেড়ে গিয়েছে শেয়ারের দাম। এখন যে দামে ট্রেড করছে এই সংস্থার শেয়ার, তাঁর সঙ্গে আইপিওর প্রাইসব্যান্ড মিলিয়ে দেখলে ২৬৮.২৬ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এখনও পর্যন্ত এপ্রিল মাসে শেয়ারটি ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


কেন এত বাড়ছে দাম ?


ক্রমাগত অর্ডার পড়ছে এই স্টকে। এই সংস্থা (Pratham EPC Projects Share) মূলত সেচ, বিদ্যুৎ, শিল্প, তেল ও গ্যাসের মত সেক্টরগুলিতে কাজ করছে। গত মাসের দ্বিতীয় সপ্তাহেই ৫০০ কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা। এরপরেই এই স্টক একদিনে ২০ শতাংশ এবং ৫ দিনে ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।   


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Gold Silver Price: সোমের বাজারে সোনা কিনলে খরচ কি বেশি হবে ? কত চলছে সোনার দাম ?