Gold Rate: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। পেট্রোল ডিজেলের মতই এই দামের ওঠানামা চলতেই থাকে যেন। কখনও কমে, কখনও বাড়ে। বেশ কিছুদিন আগে পর্যন্ত সোনার দাম রেকর্ড হারে বেড়ে গিয়েছিল। তারপর খানিক কমে আসে দাম, স্বস্বতি মেলে গ্রাহকদের। তবে আবার কি বাড়তে শুরু করল সোনার দাম ? আজ সোনা কিনলে খরচ কি বেশি হবে ? কত চলছে রাজ্য জুড়ে সোনার দর ? দেখে নিন রেটচার্টে। 

সোমবারে কত হল সোনার দাম

আজ ৬ মে সোমবার দাম কী হল সোনার (Gold Rate Today)? শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আজ খানিক বেড়ে গিয়েছে। আজ গ্রাম প্রতি সোনার দাম বেড়ে হয়েছে ৭১৪৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৬৯০২ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৫০২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৬৮৭ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে। আজকের রুপোর দাম ৮১,৩০৩ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (৬ মে, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭১৪৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯০২
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৫০২
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৬৮৭

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮১,৩০৩

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে বদল 

এপ্রিল মাসের মাঝামাঝি বিপুল হারে বেড়ে গিয়েছিল সোনার দাম। রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল সোনার দাম। ৭৪ হাজারের সীমা ছাড়িয়ে গিয়েছিল সোনার দাম। কিন্তু তারপর কিছুদিন যাবৎ খানিক স্তিমিত থাকার পর ফের কমতে থাকে দাম। মে মাসের শুরু থেকেই এই দাম কমতে থাকে। শুক্রবারও দাম কমেছিল সোনার। ৫০ টাকা প্রতি গ্রামে কমে গিয়েছিল দাম। আর আজ সপ্তাহের শুরুতে এসে সেই দাম আবার খানিক বাড়ল। শনিবার তো দাম বেড়েই ছিল, আজ সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছে ২৪ ক্যারাট সোনার দাম। 

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।