Multibagger Fund: স্টক মার্কেটে সাধারণত অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে। একেকটি ফান্ডের একেক রকম বিনিয়োগের স্ট্রাটেজি ও রকমফের। কোনোটা স্মলক্যাপ, মিডক্যাপ বা লার্জক্যাপ, আবার কোনোটা আবার ট্যাক্স সেভার, কোনোটা সেক্টোরাল ইত্যাদি। সমস্ত ফান্ডেই (Mutual Fund) বিনিয়োগের উপর এক বছরের কম সময়ে মুনাফা তুললে স্বল্পকালীন ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং এক বছরের পরে মুনাফা তুললে দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইন ট্যাক্স (Multibagger Fund) প্রযোজ্য হয়। তবে কিছু কিছু ফান্ড আছে যেখানে বিনিয়োগ করলে মুনাফার উপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। এগুলিকে বলা হয় ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। এমনই একটি ফান্ড হল ডিএসপি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। বিগত ১৭ বছরে দারুণ মুনাফা এসেছে এই ফান্ডে।
২০০৭ সালের জানুয়ারি মাসে বাজারে এসেছিল ডিএসপি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। ইএলএসএস কথার অর্থ হল ইকুইটি লিঙ্কড ট্যাক্স সেভার স্কিম। এই ধরনের ফান্ডে বিনিয়োগ কর বাঁচানো যায় সহজেই। এক্ষেত্রে তিন বছরের লক ইন পিরিয়ডও থাকে। এর মাধ্যমে আয়কর আইনের ৮০ সি ধারা অনুসারে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচানো যায়। এই ডিএসপি ট্যাক্স সেভার ফান্ডে ২০০৭ সালে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা থাকলে তা এক বছরে রিটার্ন দিত ১ লক্ষ ৪৯ হাজার ৪১০ টাকা। ৩ বছরে রিটার্ন আসত ১,৭৭,৪১০ টাকা, ৫ বছরে এই একই ফান্ডে বিনিয়োগ করা ১ লক্ষ টাকার বিনিময়ে রিটার্ন পেতেন ২ লক্ষ ৯৩ হাজার ১০০ টাকা। আর ১০ বছর ধরে বিনিয়োগ ধরে রাখলে আপনি ১ লাখের বদলে রিটার্ন পেতে পারতেন ৫,০৩,৭৬৩ টাকা। আজ পর্যন্ত অর্থাৎ টানা ১৭ বছরে আপনার সেই ১ লক্ষ টাকা হয়ে যেত ১৪ লক্ষ ৪৪ হাজার ৭৬০ টাকা।
এক বছরের মেয়াদে এখানে এই ফান্ডে ৪৯ শতাংশ রিটার্ন দিয়েছে, সেখানে ৩ বছরে এসেছে ২১.০৪ শতাংশ রিটার্ন, ৫ বছরে ২৩.৯৭ শতাংশ এবং ১৭ বছরে ১৬.২৭ শতাংশ হারে বার্ষিক রিটার্ন এসেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Success Story: ইসরোর বিজ্ঞানী থেকে ২ কোটির ক্যাব ব্যবসা ! অসম্ভবকে সম্ভব করেছেন এই ব্যক্তি