কলকাতা: উবের ক্যাবে বসে এক অদ্ভুত মানুষের সাক্ষাৎ পান ভারতের এক সংস্থার সিইও। ক্যাব চালক মোটেও কোনো সাধারণ মানুষ নন। একসময় তিনি কাজ করেছেন ইসরোতে, এখন তার ২ কোটির ক্যাব পরিষেবার ব্যবসা। ব্যক্তির নাম উথায়া কুমার (Uthaya Kumar)। এই উবের চালকের সঙ্গে আলাপচারিতার কথা লিঙ্কডইনে জানান সেই সিইও রামভদ্রন সুন্দরম আর তাতেই সমাজমাধ্যমে (Success Story) হইচই শুরু হয়ে গিয়েছে এই ব্যক্তিকে কেন্দ্র করে। ক্যাবে যেতে যেতে তাঁর জীবনের কাহিনি সম্পূর্ণ জানিয়েছেন উথায়া কুমার। কীভাবে ইসরোতে গেলেন তিনি ? আর কীভাবেই বা সেই পথ ছেড়ে ভিন্নপথে ঝুঁকি নিয়ে সফল ব্যবসা দাঁড় করালেন ?
তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটা ছোট্ট শহরে বড় হয়েছেন উথায়া কুমার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগ দেওয়ার আগে স্ট্যাটিস্টিকস নিয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ইসরোতে তাঁর দায়িত্ব ছিল রকেট উৎক্ষেপণের আগে তরল জ্বালানির ঘনত্ব যাচাই করে নেওয়া, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। ভুল হলে বিস্ফোরণে ফেটে যেতে পারত রকেট। সাত বছর এই দায়িত্ব পালন করার পরে ২০১৭ সালে তাঁর জীবনে এক অদ্ভুত মোড় আসে।
বন্ধুদের অর্থ সাহায্যে উথায়া কুমার তাঁর বাবা-মা সুকুমারন এবং তুলসীর নামে চালু করেন 'এসটি ক্যাবস' সংস্থা। খুব সামান্য কয়েকটি গাড়ি নিয়ে শুরু হয়েছিল এই ব্যবসা আর আজ এই সংস্থার নিজের ৩৭টি গাড়ি রয়েছে। বার্ষিক ২ কোটি টাকার রেভিনিউ আসে তাঁর সংস্থায়। তিনি ব্যবসার শুরুতেই মুখ্যত নজর দিয়েছিলেন আইটি সংস্থাগুলির উপরে। এই সংস্থাগুলিতে কর্মরত ব্যক্তিদের পিক আপ এবং ড্রপ দিয়ে শুরু হয় ব্যবসা। এতে দিনে তিনটে করে পিক আপ আর ড্রপ আসতে শুরু করে। প্রতি ট্রিপের গড় আয় ছিল ২৫০০ টাকা। ফলে খুব কম সময়ে এইভাবে ব্যবসার ক্যাশ ফ্লো বাড়তে থাকে। কিন্তু উথায়া কুমার এতে খুশি ছিলেন না। ধীরে ধীরে প্ল্যাটফর্ম বিভাজন করতে থাকেন।
কাজের দিক থেকে তিনি তাঁর ক্যাব চালকদের কোনো নির্দিষ্ট বেতনের ফলে ৭০-৩০ শতাংশের রেভিনিউ পার্টনারশিপে রেখেছেন। ফলে কর্মীরা নিজের মনে করেই কাজ করেন এই সংস্থায়। এই ক্যাবের ব্যবসা থেকে যা রোজগার হয় তাঁর মধ্যে ১.৫ লক্ষ টাকা মাসে নিজের খরচের জন্য সরিয়ে রেখে বাকি টাকা উথায়া কুমার সঞ্চয় করেন যাতে ভবিষ্যতে পরিযায়ী ক্যাব চালকদের জন্য স্থায়ী ঠিকানা করা যায় এবং তাঁর এলাকার চারজনের শিক্ষা সম্পূর্ণ করা যায়।
আরও পড়ুন: iPhone 16: আইফোন ১৬ নিষিদ্ধ হল এখানে, ফোন কেনা-বেচা বেআইনি; ঘোষণা সরকারের