নয়া দিল্লি : ব্যাঙ্কের সুদ কমতে থাকায় এবার মিউচুয়াল ফান্ডের বিকল্প খুঁজছেন বিনিয়োগকারীরা। পরিসংখ্যান বলছে, আমানতের ওপর কম সময়ে ভাল রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ড। ফলে শেয়ার বাজারে ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না ইনভেস্টাররা।


বিশেষজ্ঞদের মতে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা (SIP)-র মাধ্যমে বিনিয়োগ করে বেশি লাভবান হচ্ছেন বিনিয়োগকারীরা। গত বছরই বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে পাঁচটি মিউচুয়াল ফান্ড। নীচে দেওয়া রইল সেই ৫ মিউচুয়াল ফান্ডের খুঁটিনাটি।


কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড


এক বছরে এই স্কিমে ১২২.৫৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
কোনও আমানতকারী এই স্কিমে এক লক্ষ টাকা দিয়ে থাকলে এক বছরে তিনি ২,২২,৫৯০ টাকা পেয়েছেন।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে এই টাকা বিনিয়োগ করলে ওই ব্যক্তি এক বছরে ১১৩.৮৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।
কেউ যদি মাসে ১০০০০ টাকা করে গত বছর এসআইপি করে থাকেন তাহলে এই স্কিম অনুযায়ী তিনি ১,৮৪,৪৭০ টাকা ফেরত পাবেন।


নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ


এক বছরে এই স্কিমে টাকা রেখে ১১৫.১৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 
এই স্কিমে এক লক্ষ টাকা রেখে এক বছর পর ২,১৫,১৪৫ টাকা রিটার্ন পেয়েছেন আমানতকারীরা।
এসআইপির মাধ্যমে এই বিনিয়োগ হয়ে থাকলে ব্যক্তি ১১৫.৬৫ শতাংশ টাকা পেয়েছেন।
মাসে ১০,০০০টাকা করে গত বছর এসআইপি করে থাকলে ১,৮৫,৩৯৪ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।


পিজিআইএম ইন্ডিয়া মিডক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম


গত এক বছরে বিনিয়োগকারীদের ৯৯.১২ শতাংশ রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড।
কোনও আমানতকারী গত বছর এই মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১,৯৯,১২২ টাকা এ বছর ফেরত পেয়েছেন।
টাকা এসআইপির মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকলে ১০০.১২ শতাংশ এ বছর রিটার্ন এসেছে বিনিয়োগকারীর ঘরে।
ঠিক একইভাবে গত বছর থেকে মাসে এসআইপির মাধ্যমে ১০,০০০ টাকা করে রাখলে ১,৭৭,৩৪৩ টাকা পেয়েছেন আমানতকারী।


অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিম


গত এক বছরে ৯২.১৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড।
বছরে কোনও ব্যক্তি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে এই বছর তিনি ১,৯৯,১২২ টাকা পেয়েছেন।
এসাইপি-র মাধ্যমে গত বছর এই বিনেয়াগ করে আমানতকারী এ বছর ৯২,৪০ শতাংশ রিটার্ন পেয়েছেন।
গত বছর প্রতি মাসে এসাইপির মাধ্যমে কেউ ১০ হাজার টাকা করে দিয়ে থাকলে এ বছর তিনি ১,৭৩,২৭৭টাকা রিটার্ন পেয়েছেন।


এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড


এই স্কিমে বিনিয়োগকারী এক বছরে ৯০.৫৪ শতাংশ রিটার্ন পেয়েছেন।
কোনও আমানতকারী গত বছর এই মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১,৯০,৫৪২ টাকা রিটার্ন পেয়েছেন।
টাকা এসআইপির মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকলে ৭৯.৩৮ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারী।
ঠিক একইভাবে গত বছর থেকে মাসে এসআইপির মাধ্যমে ১০,০০০ টাকা করে রাখলে ১৬৬.৩১৮ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারী।


ডিসক্লেইমার :  এবিপি লাইভ পাঠককে কোনও ধরনের ফান্ডে বিনিয়োগ করতে বলে না। এই তথ্য কেবল পাঠককে জানাতে শেয়ার করা হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি নেওয়ার সমান। কোনও জায়গায় বিনিয়োগ করার আগে তার স্কিম সম্পর্কিত তথ্য ভালভাবে পড়ে নিন। স্কিমের ন্যাভ(নেট অ্যাসেট ভ্যালু) জেনে নিন। আপনার বিনিয়োগ বাজার ওঠানামার সঙ্গে ঝুঁকিপূর্ণ।