SIP Investment: ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে বন্ধ করা হবে না তো আপনার মিউচুয়াল ফান্ড (Mutual Fund) অ্যাকাউন্ট। আগে থেকেই এই বিষয়ে সতর্ক করেছিল সংশ্লিষ্ট সংস্থা। যদিও এবার নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে মিউচুয়াল ফান্ডের বিষয়ে। আপনার চিন্তা বাড়বে কি ?


৩১ মার্চের পরই বিপত্তি
সম্প্রতি মিউচুয়াল ফান্ড কেওয়াইসি নিয়ে নতুন নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। যেখানে মিউচুয়াল ফান্ড নিয়ে পুরনো অর্ডার বাতিল করেছে কর্তৃপক্ষ। বর্তমান নির্দেশিকায় মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও চালিয়ে যাওয়ার জন্য নতুন কেওয়াইসি না করলেও হবে। যা স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের । আপাতত এই বিষয়ে পুরনো আদেশটি বাতিল করা হয়েছে।


হোল্ডে রাখা হবে অ্যাকাউন্ট
 28 মার্চ  সিডিএসএল ভেঞ্চারসের পাঠানো একটি লিখিত বিবৃতিতে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে,নতুন করে কেওয়াইসি রেজিস্ট্রেশন না হলেও এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন ইনভেস্টাররা।  এখন, বিনিয়োগকারীদের লেনদেন চালিয়ে যাওয়ার জন্য 31 মার্চের মধ্যে পুনরায় কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা হয়নি। এখন মিউচুয়াল ফান্ডে KYC করতে ব্যর্থ বিনিয়োগকারীদের লেনদেন ব্লক করার পরিবর্তে 'হোল্ডে রাখা' হবে।


এর মানে হল তাদের লেনদেন যেমন SIP (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান), SWP (সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান) এবং STP (সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান) কেওয়াইসি পুনরায় করতে ব্যর্থ হওয়ার ফলে ব্লক করা হবে না।


আগে কী নির্দেশ দেওয়া হয়েছিল
আগে মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট (আরটিএ ) CAMS এবং KFin টেকনোলজিস মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের নতুন করে কেওয়াইসি বাধ্যতামূলক করেছিল। এই বৈধ নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট এবং ভোটার আইডি, অন্যদের মধ্যে বিদ্যুৎ বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যা আগে গৃহীত হয়েছিল। এই নথিগুলির নতুন তালিকার সাথে KYC আবার নিশ্চিত করার সময়সীমা ছিল 31 মার্চ।


এই কাজ না করলে কী সমস্যা হবে
আগে বলা হয়েছিল,এই সময়সীমা মেনে চলতে ব্যর্থ হলে বিনিয়োগকারীরা তাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস হারাবে। এর অর্থ হল যদি তাদের একটি SIP বা SWP বা STP চালু থাকে, তাহলে পরবর্তী মাসগুলিতে তা আর অ্যাকাউন্টে পড়বে না। 28 মার্চ CDSL Ventures থেকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো বার্তায় বলেছে,এই কাজ না করতে পারলেও বর্তমান বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট ব্লক করার দরকার নেই।


আরও পড়ুন : Rule Change from 1 April: NPS থেকে EPFO, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম