Continues below advertisement

Mutual Fund : মাসে অল্প টাকা জমিয়ে গড়তে পারেন বিরাট তহবিল। মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করে আপনি এই বড় ফান্ড জমাতে পারবেন। চক্রবৃদ্ধি সুদের কারণে এই বড় তহবিল অল্প সময়ে জমানো সম্ভব। জেনে নিন, ১০০০ টাকা বিনিয়োগ করে ২ লক্ষ টাকা জমাতে কতদিন সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনাকেও প্রতি মাসে এই টাকা জমাতেই হবে। তবেই আর্থিক লক্ষ্য় পূরণ হবে।

জেনে নিন চক্রবৃদ্ধির সুদের ক্ষমতাধরুন , আপনি যদি ১,০০০ টাকার মাসিক SIP শুরু করেন, তবে আনুমানিক ১২% বার্ষিক রিটার্ন পাবেন। এখানে চক্রবৃদ্ধি সুদের হারের কারণে দ্রুত উপকৃত হবেন আপনি। যার অর্থ, আপনি কেবল আপনার প্রাথমিক বিনিয়োগের ওপরই নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে জমা রিটার্নের ওপরও সুদ পাবেন।

Continues below advertisement

Mutual Fund SIP Calculation : এই বিনিয়োগ ৪ বছর পর কেথায়া গিয়ে দাঁড়াবে ?আপনি যদি ৪ বছর ধরে প্রতি মাসে ১,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট জমা টাকা হবে ৪৮,০০০। ১২% বার্ষিক রিটার্নের পর এই বিনিয়োগ ৬১,০১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে — যা আপনাকে ১৩,০১৫ টাকা রিটার্ন দেবে। আপনি যদি অন্যান্য বিনিয়োগ বা স্বল্প সঞ্চয় প্রকল্পের দিকে তাকাল তাহলে এতে দ্রুত বেশি রিটার্ন পাবেন আপনি।  

Mutual Fund SIP Calculation : কত সময়ে আপনার টাকা ২ লক্ষে পৌঁছবে ২ লক্ষ টাকার তহবিল অর্জন করতে হলে, আপনাকে ১০ বছর ধরে বিনিয়োগ করে যেতে হবে। মোট বিনিয়োগ: ১,২০,০০০ টাকাআনুমানিক রিটার্ন: ১,০৪,০৩৬ টাকামোট মূল্য: ২,২৪,০৩৬ টাকা

মনে রাখবেন যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত। তাই আপনি বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন এটা বলা যুক্তিসঙ্গত নয়। ফান্ডের পারফরম্য়ান্সের ওপর সবকিছু নির্ভর করবে। এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )