BSF Head Constable Recruitment 2025: বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ নিয়োগ করতে চলেছে হেড কনস্টেবলে পদে। অনলাইনে আবেদন করা যাবে বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগের মাধ্যমে ১১২১টি শূন্যপদ পূরণ করবে বিএসএফ। আগামী ২৪ অগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর তা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে
- হেড কনস্টেবল (Radio Operator) - ৯১০টি শূন্যপদ
- হেড কনস্টেবল (Radio Mechanic) - ২১১টি শূন্যপদ
এই চাকরির জন্য আবেদনকারীদের কী কী পরীক্ষা দিতে হবে
আবেদনকারীদের Physical Standard Test (PST) এবং Physical Efficiency Test (PET) নেওয়া হবে। এছাড়াও থাকবে কম্পিউটার বেসড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। কম্পিউটার বেসড টেস্টে ইংরেজির পাশাপাশি হিন্দিতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে। ২ ঘণ্টার পরীক্ষা হবে। বিএসএফ ডিজি হেডকোয়ার্টার পরীক্ষা দিনক্ষণ ঠিক করবে। তার ভিত্তিতে নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা হবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় এবং প্রতিটি প্রশ্নে ২ নম্বর করে থাকবে।
হেড কনস্টেবল (রেডিও অপারেটিভ) পদে নিযুক্ত হওয়ার জন্য চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে ২০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ৫০ নম্বরের ডিকটেশন টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অর্থাৎ মোট ২৫০ নম্বরের মধ্যে আবেদনকারী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। অন্যদিকে, হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদে নিযুক্ত হওয়ার জন্য কম্পিউটার ভিত্তিক নম্বরের উপর নির্ভর করেই মেধাতালিকা নির্মাণ করা হবে। অর্থাৎ ২০০ নম্বরের মধ্যে আবেদনকারী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে
অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের দিতে হবে ১০০ টাকা। হেড কনস্টেবল (রেডিও অপারেটিভ) এবং হেড কনস্টেবল (রেডিও মেকানিক) - এউই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে। প্রতি ক্ষেত্রেই ১০০ টাকা করে লাগবে। নেট ব্যাঙ্কিং, ক্রেডি/ডেবিট কার্ডের মাধ্যমে আবেদনকারী অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন।
অন্যদিকে, তরশিলি জাতি, তফশিলি উপজাতি, বিএসএফ ডিপার্টমেন্টাল প্রার্থী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI