Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে অনেকেই সেই ফান্ডের আহের কয়েক বছরের রিটার্নের পরিমাণ দেখে নেন এবং সেই একই ক্যাটাগরির অন্যান্য ফান্ডের রিটার্নও (Mutual Fund Investment) যাচাই করে নেন। বিশেষজ্ঞরা প্রায়ই বলেছেন যে আগের রিটার্ন (Mutual Fund) কখনই আগামী দিনের রিটার্নকে ইঙ্গিত করে না। তবে বেশিরভাগ মধ্যবিত্ত খুচরো বিনিয়োগকারীর পক্ষে যে কোনো ফান্ডের আগের রিটার্ন দেখা একটা বড় অভ্যাস হয়ে গিয়েছে। এমন ১০টি ভ্যালু ফান্ড আছে যেগুলি আগের দীপাবলি থেকে এই বছরের দীপাবলির মধ্যে ৪০ শতাংশ পর্যন্ত মুনাফা দিয়েছে।
যে সমস্ত মিউচুয়াল ফান্ডে মূলত ভ্যালু ইনভেস্টিংয়ের মাধ্যমে ৬৫ শতাংশ স্টকে বিনিয়োগ করা হয়, সেগুলিকে বলা হয় ভ্যালু মিউচুয়াল ফান্ড। সমগ্র মিউচুয়াল ফান্ডের দুনিয়াতে মোট ২৩টি ভ্যালু মিউচুয়াল ফান্ড আছে, যাদের পরিচালনা করা সম্পত্তির পরিমাণ ১.৯৫ লক্ষ কোটি টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই সমস্ত ফান্ডগুলিতে ১৯৬৪ কোটি টাকার বিনিয়োগ আরও এসেছে। এদের মধ্যে মোট ১০টি ফান্ডে অন্য ফান্ডের তুলনায় অনেক ভাল রিটার্ন পাওয়া গিয়েছে ১ বছরের হিসেবে।
কোন ফান্ডে কত রিটার্ন মিলেছে
অ্যাক্সিস ভ্যালু ফান্ডে এক বছরে এসেছে ৪৭.৮৫ শতাংশ ফান্ড।
এইচডিএফসি ক্যাপিটাল বিল্ডার ভ্যালু ফান্ডে এক বছরে পাওয়া গিয়েছে ৪৩.৭৯ শতাংশ।
এইচএসবিসি ভ্যালু ফান্ডে এক বছরে মিলেছে ৪৬.৬০ শতাংশ।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ডে মিলেছে ৪১.৬৬ শতাংশ মুনাফা।
জেএম ভ্যালু ফান্ডে বিনিয়োগ থাকলে এক বছরে রিটার্ন পেতেন ৪৮.৬৩ শতাংশ।
নিপ্পন ইন্ডিয়া ভ্যালু ফান্ডে এক বছরে এসেছে ৪৯.৩৬ শতাংশ রিটার্ন।
কোয়ান্ট ভ্যালু ফান্ডে এক বছরে মিলেছে ৬০.২১ শতাংশ রিটার্ন।
কোয়ান্টাম লং টার্ম ইকুইটি ভ্যালু ফান্ডে বিনিয়োগে এক বছরে এসেছে ৪২.০২ শতাংশ রিটার্ন।
টাটা ইকুইটি পিই ফান্ড দিয়েছে ৪৪.৯৭ শতাংশ রিটার্ন এবং ইউটিআই ভ্যালু ফান্ডে এসেছে ৪৫.৬২ শতাংশ রিটার্ন এক বছরের মেয়াদে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে সোনা কিনতে কমবে খরচ ? কত দর চলছে আজ বাংলায় ?