সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময় মারপিট তৃণমূলের দুই গোষ্ঠীর। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই।


প্রচারের সময়ে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ


প্রচারের সময়ে উপপ্রধানের অনুগামী কামরুজ্জামান মণ্ডলের উপর হামলার অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, আহত কামরুজ্জামান বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতির অনুগামী তপন মণ্ডল। কামরুজ্জামানের বিরুদ্ধেই ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলার অভিযোগ অঞ্চল সভাপতি অনুগামীদের।


আবারও উত্তপ্ত হাড়োয়া বিধানসভার দেগঙ্গার চাঁপাতলার জোয়ারিয়া


 উপনির্বাচনের আগে আবারও উত্তপ্ত হাড়োয়া বিধানসভার দেগঙ্গার চাঁপাতলার জোয়ারিয়া। প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রার্থী সেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয়। আর এই ঘটনাই একে অন্যের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের জোয়ারিয়া এলাকায়।


' অবস্থা আশঙ্কাজনক হলে...'


আক্রান্ত তৃণমূল কর্মী পঞ্চায়েতের উপপ্রধান চৌধুরীর অনুগামী কামরুজ্জামানের অভিযোগ, তিনি রাস্তা দিয়ে ফিরছিলেন। সেই সময় চাঁপাতলার অঞ্চল সভাপতি অনুগামী আব্দুল রাজ্জাকের অনুগামীরা তার উপরে হামলা চালাই। বাঁশ লাঠি নিয়ে বেধড়ক মারধর করে। তার মাথায় পিঠে এবং পায়ে লোহার রড দিয়ে মারা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করে।


' ধারালো অস্ত্র দিয়ে তারা আঙুল কেটে দেয়'


সমস্ত অভিযোগ অস্বীকার করেন চাঁপাতলার অঞ্চল সভাপতি আব্দুর রাজ্জাকের অনুগামী আক্রান্ত তপন মণ্ডল। তাঁরও দাবি, হাড়োয়ার প্রার্থী রবিউল ইসলামের হয়ে নির্বাচনী প্রচার করছিলেন। সেই সময় কামরুজ্জামান এসে তাদের উপরে হামলা চালায়। এবং কামরুজ্জামান নির্দলের লোক, তৃণমূলের কেউ নয়। ধারালো অস্ত্র দিয়ে তারা আঙুল কেটে দেয়। দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে অভিযোগ দায়ের করেন। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


আরও পড়ুন, জোড়াবাগান হত্যাকাণ্ডে গ্রেফতার দ্বাদশ শ্রেণির পড়ুয়া, 'ব্যক্তিগত আক্রোশের জেরে খুন..' ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।