নয়াদিল্লি: মহালয়ার শুভ লগ্নে গোটা দেশকে স্বদেশিয়ানার মন্ত্রে দীক্ষিত হতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি পণ্য ছেড়ে দৈনন্দিন জীবনে স্বদেশি পণ্য ব্যবহারের পরামর্শ দিলেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি, কুটির শিল্পের হাত মজবুত করার কথা বললেন মোদি। জানালেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে মিলেমিশে কাজ করলেই 'আত্মনির্ভর ভারত' গড়ার স্বপ্ন পূরণ হবে। আমেরিকার সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে স্বদেশিয়ানায় জোর দেওয়ার এই ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Narendra Modi)

Continues below advertisement

নবরাত্রির আগে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। সোমবার দেশ জুড়ে নতুন হারে GST কার্যকর হওয়ার আগে এদিন 'সঞ্চয় উৎসবে'র ঘোষণা করেন তিনি। জানান, GST-র হার কমায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর টাকা বাঁচবে। আর সেকথা বলতে গিয়েই ফের একবার 'আত্মনির্ভর ভারত' গড়ার কথা বলেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, "বিকশিত ভারতের লক্ষ্য ছুঁতে হলে, আত্মনির্ভরতার রাস্তায় চলতে হবে আমাদের। ভারতকে আত্মনির্ভর করে তুলতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, কুটির শিল্পের উপর অনেক বড় দায়িত্ব। দেশের মানুষের যা প্রয়োজন, যা আমরা দেশেই উৎপন্ন করতে পারি, তার উৎপাদন দেশেই হওয়া উচিত।" (Narendra Modi Speech)

GST-র হার কমায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, কুটির শিল্পগুলি লাভবান হবে বলে দাবি মোদির। তাঁর দাবি, এতে বিক্রি বাড়বে ছোট ব্যবসায়ীদের, করও কম দিতে হবে, লাভ হবে দ্বিগুণ। তাই আজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, কুটির শিল্পের থেকে প্রত্যাশা বাড়ছে। মোদিকে বলতে শোনা যায়, "ভারত যখন সমৃদ্ধির শিখরে ছিল, সেই সময় অর্থনীতির ভিত্তি ছিল ক্ষুদ্র-ছোট শিল্প, কুটির শিল্প। ভারতে উৎপন্ন জিনিসের গুণমান ভাল হতো। সেই গৌরব ফিরিয়ে আনতে হবে আমাদের। ভারতের পণ্য পৃথিবীর মধ্যে সেরা হোক, সমস্ত মাপকাঠি উতরে যাক, ভারতের পণ্যই ভারতের পরিচয় হোক, ভারতের গৌরব বৃদ্ধি করুক।"

Continues below advertisement

স্বদেশি পণ্য কিনতে মানুষকে আহ্বান জানিয়ে মোদি বলেন, "স্বাধীনতা সংগ্রামের সময় স্বদেশিয়ানার মন্ত্রেই শক্তি পেয়েছিল দেশ। সমৃদ্ধির ক্ষেত্রেও স্বদেশিয়ানার মন্ত্রেই শক্তি মিলবে। জেনে হোক বা না জেনে, আমাদের দৈনন্দিন জীবনে বিদেশি পণ্য জুড়ে গিয়েছে। আমরা বুঝতেও পারি না। পকেটে রাখা চিরুনি পর্যন্ত বিদেশি কি না জানি না। এটা থেকে মুক্তি পেতে হবে। সেই সব জিনিস কিনুন, যা ভারতে তৈরি, আমাদের যুবসমাজের পরিশ্রম রয়েছে যাতে, মেয়েদের ঘাম রয়েছে যাতে। প্রত্যেক বাড়িকে স্বদেশিয়ানার প্রতীক করে তুলতে হবে, দোকান সাজাতে হবে স্বদেশি পণ্যে। গর্ব করে বলুন এটা স্বদেশি পণ্য, আমরা স্বদেশি পণ্য কিনি, স্বদেশি পণ্য বেচি। এটাই প্রত্যেক ভারতীয়র আচরণ হওয়া উচিত। তাহলেই দ্রুত বিকশিত হয়ে উঠবে ভারত।"

দেশের সব রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আহ্বান জানান মোদি। রাজ্যগুলিকে বলেন, "সব রাজ্যের সরকারকে অনুরোধ, আত্মনির্ভর ভারতের এই যাত্রায় স্বদেশি অভিযানের সঙ্গে সঙ্গে নিজ নিজ রাজ্যে উৎপাদনে গতি আনুন। সবরকম চেষ্টা করুন, উৎসাহ জোগান, বিনিয়োগের পরিবেশ তৈরি করুন। কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করলে, আত্মনির্ভরতার স্বপ্ন পূরণ হবে, সব রাজ্য বিকশিত হবে, ভারত বিকশিত হবে।"