নয়াদিল্লি: আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আজ রবিবার বিকেল ৫টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী বার্তা দেবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন, কসবা ল' কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই, DNA রিপোর্টে মিলেছে প্রমাণ, চার্জশিটে দাবি পুলিশের
প্রথমত, রাত পেরোলেই ২২ সেপ্টেম্বর। কাল দেশজুড়ে চালু হতে চলেছে জিএসটির নতুন পরিকাঠামো। এর ফলে অনেক সামগ্রীরই মূল্য কমে আসবে। ইতিমধ্যেই এনিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই আজ ২১ সেপ্টেম্বর সেই বিষয় প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, H-1B ভিসার ইস্যু। যার জন্য আমেরিকায় এবার থেকে এই ভিসার জন্য গুণতে হবে ১ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা। বলার অপেক্ষা রাখে না, তা কর্মপ্রত্যাশী ভারতীয়দের জন্য কতটা কঠিন হতে চলেছে। অনেকেই মনে করছেন, মোদির বক্তব্যে এই বিষয়টিও উঠে আসতে পারে।
২০১৪ সালে নরেন্দ্র মোদি, একটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত জানান দেওয়ার জন্য বক্তব্য রেখেছিলেন। ২০১৬ সালে তিনি, জাতির উদ্দেশে ভাষণে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন। ২০১৯ সালও ছিল খুব গুরুত্বপূর্ণ একটা বছর। ওই বছর পুলওয়ামা হামলার, বালাকোটে এয়াস্ট্রাইক ঘোষণা করেছিলেন। ২০২০ সালও বেশ গুরুত্বপূর্ণ। মার্চ মাসে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে, দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিলেন। জাতির উদ্দেশে ভাষণে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। মে মাসে জাতির উদ্দেশে লকডাউন শিথিল করার জন্য ঘোষণা করেছিলেন।
এদিকে চলতি বছরে দেশের বুকে অন্যতম বড় ইস্যু ছিল, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা। পহেলগাওয়ে সন্ত্রাসবাদী হামলার পর, ২০২৫ সালের ১২ মে, জাতির উদ্দেশে ভাষণে, 'অপারেশন সিঁদুর' নিয়ে দেশবাসীকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে আজকে এইমুহূর্তে দাঁড়িয়ে দেশের সবথেকে বড় ইস্যু, জিএসটি ২.০ সংষ্করণ। আশা করা হচ্ছে, নতুন পরিকাঠামোয় অনেক পণ্যেরই দাম কমবে। যার জেরে উৎসবের মাঝে প্রয়োজনীয় পণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে। এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে, ঘি, কফি, পনির, রন্ধন সামগ্রী, মেডিসিন, বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি। তবে সবথেকে বেশি লাভবান হবেন, যারা ধনতেরাসে গাড়ি কেনার প্ল্যান করেছেন। এরমধ্যেই কয়েকটি গাড়ি নির্মাতা গাড়ির দাম কমানোর ঘোষণা করে দিয়েছে।