Investment: আপনার বার্ধক্যের ভরসা হতে পারে এই সরকারি স্কিম (Government Scheme) । যেখানে নিয়মিত টাকা জমিয়ে সাধারণ এফডির (Fixed Deposit) থেকে অনেক বেশি তহবিল গড়তে পারেন আপনি। বৃদ্ধ বয়সের পেনশন স্কিমগুলির নাম উঠলে এই আমানতের কথা বলেন অনেকেই। এর নাম  ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)। যেকোনও নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।


Pension: কীভাবে বুঝবেন বয়সকালে কত পাবেন পেনশন ? 
অবসর গ্রহণের পর আপনি এক লপ্তে বড় তহবিলের পাশাপাশি মাসিক পেনশন পাবেন। NPS এর ওয়েবসাইটের মাধ্যমে এতে বিনিয়োগ করতে পারেন আপনি।  এখানে আয় ও সুবিধাগুলি সহজেই বোঝা যায়। NPS ক্যালকুলেটরও এখানে পাওয়া যায়। আপনি যদি বিনিয়োগ করতে চান, তবে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগে কত লাভ আসবে, তা বুঝে নিতে পারবেন।


Money: ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে খুব অল্প পরিমাণে বিনিয়োগ করে অনেক সুবিধা পাওয়া যায়। প্রতিদিন ১০০টাকা বাঁচিয়ে আপনি কীভাবে ৫৭ হাজার টাকা মাসিক পেনশন থেকে উপকৃত হতে পারেন, বুঝে নিন এখানে।


National Pension System: ২৫ বছর বয়সে প্রতি মাসে ১৫০০ টাকা ইনভেস্টমেন্ট পেনশন
আপনি যদি 25 বছর বয়সে NPS-এ প্রতিদিন  50 টাকা বা মাসে 1500 টাকা বিনিয়োগ করা শুরু করেন, তাহলে 60 বছর বয়সের মধ্যে সেই তহবিল 57,42,416 টাকায় গিয়ে দাঁড়াবে। মনে রাখবেন, বার্ষিক সুদ 10 শতাংশ হারে পেলেই এই পরিমাণ তহবিল গড়তে পারবেন আপনি। সেই ক্ষেত্রে 75 বছর বয়স পর্যন্তও বিনিয়োগ করতে পারেন আমানতকারী৷ এখানে চাইলে বিনিয়োগকারীরা 100 শতাংশ বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়িটি প্ল্যান কিনতে পারবেন।


এই  দিয়ে যদি 100 শতাংশ অ্যানুইটি কেনা হয় তাহলে গ্রাহক মাসিক 28,712 টাকা পেনশন পেতে পারেন। যদি 40% অ্যানুয়িটি প্ল্যান কেনা হয়, তাহলে মাসিক পেনশন হবে 11,485 টাকা। আপনি 34 লক্ষ টাকার বড় তহবিল একসঙ্গে পাবেন, যা আপনি তুলতেও পারবেন।


Pension: প্রতিদিন ১০০ টাকা জমালে কত পেনশন পাবেন ?
আপনি যদি প্রতি মাসে 3000 টাকা বিনিয়োগ করা শুরু করেন অর্থাৎ 25 বছর বয়স থেকে প্রতিদিন 100 টাকা, তাহলে NPS ক্যালকুলেটর অনুসারে 60 এর পরে আপনার জমা হবে 1,14,84,831 টাকা। যদি এই পরিমাণ দিয়ে 100% অ্যানুয়িটি প্ল্যান কেনা হয় তাহলে মোট মাসিক পেনশন হবে 57,412 টাকা।  যদি মাত্র 40% অ্যানুয়িটি কেনেন, তাহলে মাসিক পেনশন হবে 22,970 টাকা। কিন্তু অবসর গ্রহণের পর একসঙ্গে 68 লাখ টাকা পাবেন।


আরও পড়ুন Bank Holiday in August: অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,ব্রাঞ্চে গেলে ফিরে আসতে হবে এই দিনগুলিতে