NBCC Bonus Share: পাবলিক সেক্টর কোম্পানি এনবিসিসি তার শেয়ারহোল্ডারদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে। এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হবে। এমনকী এই বোনাস শেয়ার দেওয়ার জন্য রেকর্ড ডেটও জানিয়েছে সংস্থা। ২:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিসিসি (NBCC Bonus Share)। অর্থাৎ প্রতি ২টি শেয়ারের জন্য ১টি করে শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা (Bonus Share)। শুধু বোনাস শেয়ারের জন্য সংস্থার বোর্ড ৯০ কোটি টাকা মঞ্জুর করেছে। আগামী ৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত রয়েছে এই বোনাস শেয়ারের রেকর্ড ডেট।


দুটি শেয়ারের বদলে একটি শেয়ার পাবেন


শনিবার একটি রেগুলেটরি ফাইলিংয়ে এনবিসিসি ইন্ডিয়া জানিয়েছে ২:1 অনুপাতে সংস্থার শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস। এই কারণে ১ টাকা ফেসভ্যালুর ৯০ কোটি বোনাস শেয়ার দেওয়া হবে শেয়ারহোল্ডারদের। সংস্থার মুনাফা থেকেই এই টাকা ব্যয় করা হবে। সংস্থার ক্যাশবুকে এখন ১৯৫৯ কোটি টাকা রিজার্ভ ও সারপ্লাসে রয়েছে। আগামী বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হবে বলেই জানা গিয়েছে।


৩১ অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন বোনাস শেয়ার


এনবিসিসি একটি নবরত্ন পাবলিক সেক্টর কোম্পানি। কনস্ট্রাকশন সেক্টরের সঙ্গে জড়িত এই সংস্থার ব্যবসা। সংস্থা জানিয়েছে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংস্থার শেয়ারহোল্ডাররা এই বোনাস শেয়ার পেয়ে যাবেন। এর আগে এনবিসিসি ২০২৩-২৪ অর্থবর্ষের চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়ার জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছিল ৬ সেপ্টেম্বর। গত অর্থবর্ষের জন্য শেয়ারপিছু ০.৬৩ টাকা করে ডিভিডেন্ড দেবে এই সংস্থা। সম্প্রতি এনবিসিসি তার অফিস ও রিটেইল ইনভেন্টরি বিক্রি করে ১৪,৮০০ কোটি টাকা পেয়েছে।


NBCC ও HSCC বড় অর্ডার পেয়েছে


১৪ অগাস্ট এনবিসিসির সহযোগী সংস্থা এইচএসসিসি ৫২৮.২১ কোটি টাকার কাজের অর্ডার পেয়েছে হরিয়ানার মেডিকেল এডুকেশন ও রিসার্চ প্রজেক্টের জন্য। সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে বায়োমেডিকেল সরঞ্জাম, হাসপাতালের আসবাব সরবরাহের জন্য যা কিনা কার্নালের দীনদয়াল উপাধ্যায় ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে কাজে লাগবে। এর আগে ৯ অগাস্ট শ্রীনগর ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকেও একটি বড় অর্ডার পেয়েছে সংস্থা। শুক্রবার এই স্টকের দাম ১৮৬.৩৭ টাকায় বন্ধ হয়েছিল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market: এই ১০ স্টকে এসেছে বিপুল পতন, বড় লোকসানের মুখে বিনিয়োগকারীরা