কলকাতা: নায়িকা মানেই কি তন্বী, খাওয়া-দাওয়া নিয়ে খুব সচেতন আর নিয়ম করে শরীরচর্চা করা? তো তো নাও হতে পারে! ঠিক যেমনটা নয় দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র ক্ষেত্রে! অবাক হচ্ছেন? হ্যাঁ নিয়ম করে শরীরচর্চা করলেও, খাওয়া-দাওয়া নিয়ে দীপিকা কিন্তু ভীষণ শৌখিন। এতটাই যে তিনি নাকি রণবীর সিংহের (Ranveer Singh)-এর থেকেও বেশি খাবার কথা চিন্তা করেন।
সদ্য, কার্তিক আরিয়ানের একটি শো-তে এসে নিজের খাওয়া দাওয়া নিয়ে কথা বলেছেন দীপিকা। তাঁর কথায়, তিনি নাকি রণবীরের থেকেও বেশি খাওয়া দাওয়া নিয়ে ভাবেন।দীপিকার প্রিয় খাবার রসম রাইস। এটি একটি দক্ষিণী পদ। দীপিকা একাধিকবার বলেছেন, এই পদটি তাঁর প্রিয়। সাদা ভাতের সঙ্গে খেতে হয় এই রসম। দীপিকার কথায়, রণবীরের থেকে তিনিই নাকি অনেক বেশি খাওয়া নিয়ে ভাবিত।
প্রসঙ্গত, আপাতত পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন রণবীর আর দীপিকা। সেপ্টেম্বরেই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অন্তঃসত্ত্বা অবস্থাতেও শ্যুটিং করেছেন দীপিকা। বজায় রেখেছেন পাবলিক অ্যাপিয়ারেন্সও। ইতিমধ্যেই অনন্ত ও রাধিকার বিবাহ অনুষ্ঠানেও হাজির ছিলেন দীপিকা আর রণবীর। অন্যদিকে, শোনা যাচ্ছে, বাবা জগজিৎ সুন্দর সিংহ ভাগনানির সঙ্গে মিলে একটি সমুদ্রমুখী একটি বিলাসবহুল বাংলো কিনেছেন রণবীর। বিলাসবহুল সেই বাংলোর দাম ১১৯ কোটি টাকা। শোনা যাচ্ছে এই বাংলোতেই নাকি আপাতত থাকবেন দীপিকা ও রণবীর। এখানেই নাকি আসতে চলেছে তাঁদের সন্তান। এও শোনা যাচ্ছে, এই বাংলো নাকি শাহরুখ খানের মন্নতের একেবারে পাড়ায়। অর্থাৎ শাহরুখ ও দীপিকা এবার প্রতিবেশী হবেন। এখনও নাকি সেই বাংলোতে গৃহপ্রবেশ করেননি তাঁরা। তবে নতুন সন্তান আসার আগেই ওই বাংলোতে থাকতে শুরু করবেন দীপিকা আর রণবীর। আপাতত তাঁদের নতুন ঠিকানা সাজিয়ে নেওয়ার প্রস্তুতিই নাকি চলছে।
আরও পড়ুন: Madhavan on Dia Mirza: 'পর্দায় দিয়া থাকলে আমায় কেউ দেখবেই না', হীনমন্যতায় ভুগতেন মাধবন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।