New 2022 Audi A8 L: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে জার্মান সংস্থা অডির (Audi) নতুন গাড়ি নিউ ২০২২ অডি এ৮ এল (New 2022 Audi A8 L)। এই গাড়িকে শুধুমাত্র বিলাসবহুল সেডান (Luxury Sedan) বললে ভুল বলা হবে। কারণ একগুচ্ছ আধুনিক ও উন্নত প্রযুক্তি (Technology) যুক্ত রয়েছে এই গাড়িতে। গাড়ির দাম শুরু হচ্ছে ১.২৯ কোটি টাকা থেকে। এই গাড়ির টপ-এন্ড মডেল যা প্রযুক্তিগত দিক থেকে দারুণ ভাবে উন্নত, তার দাম ১.৫৭ কোটি টাকা (এক্স শোরুম)। এবার দেখে নেওয়া যাক এই গাড়ির ডিজাইন, লুক এবং ফিচারে কী কী পরিবর্তন এসেছে। কারণ গাড়ি বিশেষজ্ঞদের একাংশের মতে অডির নতুন গাড়ি তার সমসাময়িক অনেক গাড়িকেই জোরদার পাল্লা দেবে।


গাড়ির বাইরের অংশের পরিবর্তন


নতুন অডি এ৮ এল মডেলে যুক্ত হয়েছে একটি বড় সাইজের গ্রিল এবং বেশ কিছু ক্রোম ফিচার। এর পাশাপাশি এই গাড়ি লং হুইলবেস ভার্সানে ভারতে বিক্রি হচ্ছে। গাড়ির আকার-আয়তন বিশেষ করে লম্বাটে ডিজাইন অডি এ৮ এল মডেলকে একটি Regal Car হিসেবে তৈরি করেছে। ক্রোম ফিচারের ডিটেলিং এবং বড় আকারের গ্রিলের পাশাপাশি ডিজিটাল ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প- এই গাড়ির ডিজাইনে নতুন সংযোজন। এছাড়াও রয়েছে নতুন টারবাইন স্টাইলের ১৯ ইঞ্চির অ্যালয় হুইল। মোট ৮টি রঙে এই গাড়ি লঞ্চ হয়েছে। এর পাশাপাশি এক্সটিরিয়র রঙের ক্ষেত্রে গ্রাহকরা ৫৫টি রঙ কাস্টোমাইজ করার অপশন পাবেন।  


গাড়ির ভিতরের অংশ


গাড়ির পিছনের দরজা বেশ বড়। তবে চমক পিছনের সিটের অংশে। এই ভাগে যথেষ্ট ছড়ানো জায়গা রয়েছে। রিক্লাইনিং বা হেলানো সিটের পাশাপাশি এখানে রয়েছে সঠিক এক্সিকিউটিভ স্টাইল। দুটো সিট আলাদা করে রয়েছে। এই সিটের সঙ্গে ম্যাসাজ এবং ভেন্টিলেশনের ব্যবস্থা, হিটেড ফিট ম্যাসেজার (2 massage programs and 3 intensities), রেয়ার সিট এন্টারটেনমেন্ট স্ক্রিন এবং একটি রেয়ার সিট রিমোট রয়েছে। সিট ছাড়া অন্যান্য ফিচারেও রয়েছে প্রচুর চমক। উন্নত মানের এয়ার কন্ডিশনার, থ্রি ডি সাউন্ডের সিস্টেম, হেডস-আপ ডিসপ্লে ও আরও অনেক কিছু রয়েছে এখানে। গাড়িতে বসলে আপনার মনে হতে পারে কোনও এয়ারলাইন সিটের ফার্স্ট ক্লাসে বসেছেন।   


মাইল্ড-হাইব্রিড ইঞ্জিন


নতুন অডি এ৮ এল গাড়িতে রয়েছে একটি ৩.০১ ভি৬ মাইল্ড হাইব্রিড পাওয়ার টেরেন। এর সাহায্যে ৩৪০ এইচপি এবং ৫০০ এনএম টর্ক শক্তি উৎপন্ন করতে পারে। এই গাড়িতে এমন একটি বিশেষ ফিচার থাকছে যার মাধ্যমে রাস্তা খারাপ থাকলে বা কোনও অসুবিধা থাকলে আগে থেকেই গাড়ি তা টের পাবে। মানে ওই ফিচারের সাহায্যে বোঝা যাবে। সেই মতো সাসপেনশন অ্যাডজাস্ট করা যাবে গাড়িতে। মূলত গাড়ির সামনের একটি ক্যামেরা এই রাস্তা বোঝার কাজ করবে। এছাড়াও থাকছে কমফোর্ট প্লাস মোড। এর মাধ্যমে কার্ভ টিল্ট ফাংশন কাজ করবে। ফলে গাড়ির রাইডের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।


আরও পড়ুন- মাসারাতির মতো গ্রিল, ভারতে এলে যেকোনও গাড়িকে চ্যালেঞ্জ করবে এই কার