Electric Scooter: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এবার শুরু হল ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) বিক্রি। অনলাইন শপিংয়ের জন্য ফ্লিপকার্ট (Flipkart) ভারতের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে এর মাধ্যমে যে দু’চাকার যানও কেনা যাবে সেটা বোধহয় কেউই কল্পনা করেননি। আগেই শোনা গিয়েছিল যে ফ্লিপকার্টের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার (Bounce Infinity E1 ) কেনা যাবে। এবার আনুষ্ঠানিক ভাবে শুরুও হয়ে গেল বিক্রি। Bounce সংস্থা তাদের Infinity E1 ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু করেছে ফ্লিপকার্টের মাধ্যমে। ই-কমার্স সংস্থার সাইটে এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭০,৪৯৯ টাকা।


তবে এই দামের উপরে রয়েছে ৫০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রিপেড ট্রানজাকশনের ক্ষেত্রে এই ছাড় পাবেন ক্রেতারা। অর্থাৎ ৫০০০ টাকা ছাড় পেলে Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারের দাম হবে ৬৫,৪৯৯ টাকা। ফ্লিপকার্টে জানানো হয়েছে যে ক্রেতাকে ডিলারকে অতিরিক্ত টাকা দিতে হবে। এর পাশাপাশি দাম দিতে হবে চার্জারের জন্যেও। ইনস্যুরেন্স, রেজিস্ট্রেশন এবং হ্যান্ডেলিংয়ের জন্যেও আলাদা করে ৭৬০১ টাকা দিতে হবে ক্রেতাকে। আর চার্জারের জন্য দিতে হবে ৯৯৯৯ টাকা। অতএব সব মিলিয়ে মোট খরচ হচ্ছে ৮৩,০৯৯ টাকা। যদি প্রিপেড ট্রানজাকশন করেন তাহলেই এই দামে ইলেকট্রিক স্কুটারটি পাবেন ক্রেতারা। আর যদি অফার ছাড়া কিনতে চান তাহলে দাম আরও ৫০০০ টাকা বেশি পড়বে। কোম্পানির তরফে এই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে ৩ বছরের ওয়ারেন্টি থাকছে।


এই প্রথম ফ্লিপকার্টে কোনও সংস্থার ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু হয়েছে। আপাতত আর কোনও সংস্থার ইলেকট্রিক স্কুটার ফ্লিপকার্টের তালিকায় নেই। তবে আগামী দিনে Bounce Infinity স্কুটারের মতো অন্যান্য সংস্থার ইলেকট্রিক স্কুটারও ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখন ভারতের সব শহরে এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি করছে না ফ্লিপকার্ট। তালিকায় রয়েছে নয়া দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত এবং তেলেঙ্গানা। Bounce সংস্থা জানিয়েছে, ফ্লিপকার্টের মাধ্যমে সফলভাবে এই ইলেকট্রিক স্কুটারের অর্ডার দেওয়া যাবে। আর অর্ডার দেওয়ার ১৫ দিনের মধ্যে স্কুটার ডেলিভারি পাবেন ক্রেতা। অর্ডার ক্যানসেল করলে পুরোপুরি রিফান্ডও পাওয়া যাবে।


আরও পড়ুন- ৫ অগাস্ট প্রকাশ্যে আসবে রয়্যাল এনফিল্ডের হান্টার, দাম কত হতে পারে ?