Range Rover 2022: ভারতে শুরু হয়ে গেল ফ্ল্যাগশিপ এসইউভি নতুন রেঞ্জ রোভারের (New 2022 Range Rover) ডেলিভারি। দেশের বাজারে বহু প্রতীক্ষিত বিলাসবহুল গাড়ির মধ্যে ছিল এই মডেলের নাম। কোম্পানি জানিয়েছে, এই নতুন প্রজন্মের মডেল এমএলএ-ফ্লেক্স বডি আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপনি চাইলে চার, পাঁচ বা সাত আসনের এই গাড়ি বুক করতে পারেন। এর আলাদা লং হুইলবেস সংস্করণও রয়েছে।
New 2022 Range Rover: কত শক্তিশালী ইঞ্জিন রয়েছে গাড়িতে ?
এই গাড়িতে তিনটি ইঞ্জিন দিয়েছে কোম্পানি। যার মধ্যে আপনি ৩.০ লিটার ডিজেল, ৩.০ লিটার পেট্রল ও ৪.৪ লিটার পেট্রল সহ বড় ইঞ্জিন পাবেন। পঞ্চম প্রজন্মের রেঞ্জ রোভার একটি সম্পূর্ণ নতুন ডিজাইন ও একটি নতুন অভ্যন্তরীণ গৃহসজ্জার সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। যেখানে কাপড় ও উল দিয়ে অন্দরসজ্জার বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে। এ ছাড়াও ভিতরে পাবেন একটি নতুন ১৩.১-ইঞ্চি কার্ভড, ফ্লোটিং স্ক্রিন ও একটি নতুন ১৩.৭-ইঞ্চির ইন্টারেক্টিভ ড্রাইভার ডিসপ্লে।
Range Rover 2022: আরও কী বৈশিষ্ট্য গাড়িতে ?
অন্যান্য হাইলাইটের মধ্যে রয়েছে পাওয়ার অ্যাসিস্ট ডোর, একটি ৩৫ স্পিকার অডিও সিস্টেম, রেয়ার এক্সেল স্টিয়ারিং, টেরেন রেসপন্স ২ সিস্টেম ও ফ্রি এয়ার সাসপেনশন। এর ভ্যারিয়েন্টগুলি SE, HSE, অটোবায়োগ্রাফি ও ফার্স্ট এডিশনে পাওয়া যাচ্ছে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ২.৩৮ কোটি টাকা থেকে। এর LWD অটোবায়োগ্রাফি মডেলের পাশাপাশি ফার্স্ট এডিশন মডেলগুলি দাম প্রায় ৩.৩ কোটি টাকা রাখা হয়েছে।
New 2022 Range Rover: কারা এই গাড়ির প্রতিদ্বন্দ্বী ?
নতুন রেঞ্জ রোভার সুপার লাক্সারি স্পেসে সবচেয়ে জনপ্রিয় এসইউভিগুলির মধ্যে একটি। এই গাড়ির নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতা হবে রোলস-রয়েস, বেন্টলের মতো কোম্পানির। এর বাইরের নকশাটি বিশেষত মূল রেঞ্জ রোভারের থেকেই তৈরি হয়েছে। তবে এই গাড়িতে পরিষ্কার ডিজাইন দেওয়ার জন্য অনেক শাটলাইন বডি থেকে সরানো হয়েছে। যার ফলে ডিজাইন আরও নজর কাড়ছে।