লন্ডন: আজই ওভালের ময়দানে প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ান ডে-তেও বিশ্বচ্যাম্পিয়নদের মাত দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন রোহিত শর্মারা। তবে মাঠে নামার ২৪ ঘণ্টা আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলির (Virat Kohli) কুঁচকিতে চোট (Groin Strain)।


কোহলি নাকি নটিংহ্যাম থেকে লন্ডনে ভারতীয় দলের সঙ্গে সফরও করেননি। এমন অবস্থায় সবথেকে বড় প্রশ্ন, তাহলে কোহলির জায়গায় ভারতীয় একাদশে কে সুযোগ পাবেন? কোহলির যতই খারাপ ফর্ম চলুক এবং বিশেষজ্ঞরা যতই তাঁকে দল থেকে বাদ দেওয়ার রব তুলুন না কেন, কোহলি ফিট থাকলে যে ভারতীয় ব্যাটিং অর্ডারে তিন নম্বরে তিনিই নামতেন, সেই বিষয়ে সন্দেহ নেই।


কোহলির অনুপস্থিতিতে দলে শ্রেয়স


তাঁর অনুপস্থিতিতে সম্ভবত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন। কোহলি আহত হওয়ায় শ্রেয়সের সুবিধাই হয়েছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ফিট থাকলে, ভারতীয় মিডল অর্ডারে তিনি বা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মধ্যে একজন সুযোগ পেতেন। এক্ষেত্রে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে দারুণ ফর্মে রয়েছেন সূর্য।


অপরদিকে, শ্রেয়সের শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা সকলের সামনে চলে এসেছে। সেইভাবে এই ইংল্যান্ড সফরেই আউট হয়েছেন তিনি। আন্তর্জাতিক স্তরে এটি বিরাট বড় এক দুর্বলতা, যা শ্রেয়সকে দ্রুত ঠিক করতে হবে। তাই কোহলি ফিট থাকলে যে সূর্যই প্রথম পছন্দ হতেন, তা বলাই বাহুল্য। যাই হোক, এই ম্যাচে শ্রেয়স, সূর্যকুমার দুই জনেই খেলছেন। এরপর ঋষভ পন্থের পর দলে অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজার জায়গা পাওয়া নিশ্চিত।


প্রসিদ্ধ না শার্দুল কে পাবেন সুযোগ?


ফাস্ট বোলারদের মধ্যে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা খেলবেনই। দলে একমাত্র স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালের সুযোগ পাওয়াটাও প্রায় পাকা। এবার অন্তিম স্থানের জন্য লড়াইটা প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুরের মধ্যে। শার্দুল ব্যাটটা করতে পারেন বটে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের শেষ ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে নয় উইকেট নেওয়া কৃষ্ণকে বাদ দেওয়ার তেমন কোনও যুক্তি নেই। তাই সম্ভবত তিনিই প্রথম একাদশে জায়গা পাবেন। এছাড়া এই ম্যাচে ভারতীয় দলে ফিরবেন শিখর ধবন (Shikhar Dhawan)। তাঁকে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে জুটি বেঁধে ওপেনিং করতে দেখা যাবে।


ভারতের সম্ভাব্য একাদশ


শিখর ধবন, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ


আরও পড়ুন: "রোহিত বা অন্য কেউ রান না পেলে কেউ প্রশ্ন তোলেন না", বিরাটের পাশে গাওস্কর