Business News: বিমান ছাড়তে দেরি করলে বসে থাকতে হবে না ফ্লাইটে (Flight Rule Change)। পাশাপাশি যাত্রী সুবিধায় আরও বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনল ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS)। জেনে নিন, যাত্রীদের ক্ষেত্রে নতুন কী কী সুবিধা থাকবে।
Civil Aviation: নতুন নিয়মে কী থাকছে
দেশের বিমান চলাচল খাতের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS) । এর মাধ্যমে যাত্রীদের দারুণ সুবিধা দেওয়া হয়েছে। এখন বোর্ডিংয়ের পরে যদি ফ্লাইটে দেরি হয়. তবে যাত্রীরা বিমান থেকে বেরিয়ে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে যেতে পারবেন। নতুন নিয়মের কারণে এখন যাত্রীদের বিমানে ওঠার পর বেশিক্ষণ বসে থাকতে হবে না। সম্প্রতি বিমানে ওঠার পর যাত্রীদের আটকে পড়ার অনেক ঘটনা ঘটেছে। এই কারণে নিয়মে পরিবর্তন করতে হয়েছে।
বিমানে ওঠার পর বেশিক্ষণ বসতে হবে না
সম্প্রতি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS)-এর ডিরেক্টর জুলফিকার হাসান জানান, ৩০ মার্চ এয়ারলাইন্স ও বিমানবন্দর অপারেটরদের জন্য এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নতুন নিয়মগুলি এখন থেকে কার্যকর হবে। এরফলে যাত্রীদের সমস্যা কমবে। বোর্ডিংয়ের পর যাত্রীদের বেশিক্ষণ বিমানের ভেতরে বসে থাকতে হবে না। নির্দেশিকা বাস্তবায়নের জন্য বিমানবন্দর অপারেটরদের স্ক্রিনিং সহ নতুন ব্যবস্থা কার্যকর করতে হবে। তবে মনে রাখবেন, কেবল এয়ারলাইন্স ও নিরাপত্তা সংস্থাই যাত্রীদের বিমান থেকে নামার অনুমতি দিতে পারবে।
কেন হঠাৎ এই নিয়মে পরিবর্তন ?
চলতি বছরের জানুয়ারিতে বেশ কয়েকটি ফ্লাইট দেরির ঘটনা ঘটেছে। এরপর বিমানবন্দরের টারমাকে বসেই খাবার খেতে শুরু করেন যাত্রীরা। অনেক যাত্রী ইন্ডিগোর বিমান থেকে বেরিয়ে মুম্বাই বিমানবন্দরের টারমাকে বসেছিলেন। এই ফ্লাইটটি গোয়া থেকে দিল্লি যাচ্ছিল এবং বেশ দেরি করেছিল। এই ঘটনাটি বিসিএএস ইন্ডিগো ও এমআইএএলকে 1.80 কোটি টাকা জরিমানা করেছে।
আর কি কি পরিবর্তন হয়েছে নতুন নির্দেশনায়
নতুন নির্দেশিকাতে আরও অনেক পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দরে স্মার্ট সিকিউরিটি লেন্স বসানো হবে যাতে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। চলতি মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে ফুল বডি স্ক্যানার কাজ শুরু করবে। এছাড়া যেসব বিমানবন্দরে বার্ষিক ৫০ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন, সেখানেও স্ক্যানার বসানো হবে। সেই ক্ষেত্রে বিমান অবতরণের পর সময়মতো মানুষের ব্যাগ পৌঁছে দিতে ৭টি এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে বিসিএএস।
Tata Technologies: টাটা টেকে দারুণ খবর, এই কারণে দুরন্ত গতি স্টকে,এখন বিনিয়োগ করবেন ?