New Toyota Fortuner: টয়োটা আগামী বছর ভারতে নতুন প্রজন্মের ফরচুনার লঞ্চ করবে। শোনা যাচ্ছে, বিশ্ববাজারের সঙ্গেই দেশে লঞ্চ করা হবে এই গাড়ি। ভারত ও এশিয়ার অন্যান্য বাজারের মতো ফরচুনার টয়োটার এসইউভি বাজারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, এবার তারা নতুন প্রজন্মের মডেলে নির্গমন নিয়ম মানার পাশাপাশি ইলেকট্রিক মোটর যোগ করবে গাড়িতে। এ ছাড়াও থাকছে আরও বেশ কিছু পরিবর্তন।
Toyota Fortuner 2023: কী নতুন থাকবে গাড়িতে ?
নতুন ফরচুনার পুরোনো মডেলের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে। ফ্রেম চেসিস আগের মতোই থাকবে গাড়িতে। নতুন ফরচুনার বর্তমানের থেকে আরও বড় ও চওড়া হবে। নতুন মডেলের নকশা গ্রিলের ক্ষেত্রে বদলে দেবে কোম্পানি। সেখানে লেক্সাসের মতো গ্রিল দেখতে পারেন। গাড়ির কেবিনে একটি বড় টাচ স্ক্রিন ও একটি ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাস্টারের সঙ্গে থাকবে আরও আধুনিক ফিচার। এছাড়াও একটি প্যানোরামিক সানরুফ, অ্যাডাস ফিচার পাবেন বোর্ডে।
New Toyota Fortuner: এই বৈশিষ্ট্যগুলিও পাবেন গাড়িতে
প্রিমিয়াম এই এসইউভিতে আরও অনেক বৈশিষ্ট্য থাকবে। এর সঙ্গে নতুন ফরচুনারটি আরও সুন্দরভাবে সাজানো থাকবে। এতে ভেন্টিলেটেড সিটস, ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল, কানেকটেড গকার টেকনোলজি ছাড়াও ভয়েজ অ্যাসিস্ট থাকবে। এই গাড়ি অফ-রোড মূল ফোকাস করলেও নতুন প্ল্যাটফর্মটিতে তার পাওয়ারট্রেনের জন্য এক ধরণের ইলেকট্রিক মোটর অন্তর্ভুক্ত করবে। নতুন প্রজন্মের ফরচুনারে একটি হালকা হাইব্রিড ডিজেল পাওয়ারট্রেন থাকবে। এটি আর একটি সাধারণ ডিজেল ইঞ্জিন পাবে না। নতুন ফরচুনার হাইব্রিড-সহ একটি পেট্রোল ইঞ্জিনও পেতে পারে পারে। 4x4 ট্রিম ছাড়াও নতুন ফরচুনার একটি হার্ডকোর এসইউভি হবে। ভারী হাইড্রোলিক ইউনিটের জায়গায় বৈদ্যুতিক স্টিয়ারিং থাকবে গাড়িতে।
Toyota Fortuner 2023: কবে আসছে ভারতে ?
এই ফিচার সম্বলিত নতুন ফরচুনার আগামী বছর ভারতে লঞ্চ করা হবে।তবে এর সঙ্গেই পুরোনো টয়োটা ফরচুনারের বিক্রি চলবে। নতুন মডেলটি অনেক বেশি ব্যয়বহুল হবে, তাই পুরানোটির বিক্রি চালিয়ে যাবে কোম্পানি। আপাতত, পরবর্তী প্রজন্মের ফরচুনার ভবিষ্যতের চাহিদা মেটাতে অনেক পরিবর্তন করতে চলেছে।
আরও পড়ুন : Mahindra Scorpio N: লঞ্চের আগেই দেখে নিন কেবিন-ফিচার, কী থাকছে নতুন স্করপিওতে ?