কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হল মহিন্দ্রার নতুন গাড়ি Mahindra Scorpio-N। ভারতে এই গাড়ির দাম শুরু হচ্ছে ১১.৯৯ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। তবে প্রথম ২৫ হাজার বুকিংয়ের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য হবে। আগামী ৩০ জুলাই বেলা ১১টা থেকে Mahindra Scorpio-N গাড়ির বুকিং শুরু হতে চলেছে। তবে তার আগে ৫ জুলাই থেকে আগ্রহীরা এই গাড়ি ‘Add to cart’ করার সুযোগ পাবেন। মহিন্দ্রা সংস্থা জানিয়েছে, গাড়ি বুকিংয়ের পর হাতে পেলে এবং তা টেস্ট ড্রাইভের পরেও বদল করার সুযোগ পাবেন ক্রেতারা। অর্থাৎ যে ভ্যারিয়েন্টে গাড়ি কেনা হবে সেটি আপনার পছন্দ না হলে দু’সপ্তাহের মধ্যে পরিবর্তন করার সুযোগ থাকছে। মহিন্দ্রার এই নতুন স্করপিও মডেল নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। লঞ্চের আগে থেকেও শোরগোল ফেলেছিল এই গাড়ি। ট্রেন্ড বলছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত গাড়ি ছিল Mahindra Scorpio-N। অবশেষে তা লঞ্চ হয়েছে দেশে।
Z2, Z4, Z6, Z8, Z8L- এই পাঁচটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে মহিন্দ্রার নতুন স্করপিও মডেল। ছয় এবং সাত সিটের কনফিগারেশনে থাকছে নতুন Mahindra Scorpio-N গাড়িতে। অনুমান করা হচ্ছিল যে ক্রেতারা এই নতুন গাড়ির ক্ষেত্রে D-segment SUV পেতে চাইবেন। আর সেকথা মাথায় রেখেই মহিন্দ্রা কর্তৃপক্ষ তাদের নতুন Scorpio-N গাড়ির লুক অ্যান্ড ফিল আগের ক্লাসিক স্করপিওর তুলনায় কিছুটা বড় রেখেছেন। শুধু তাই নয়, এই গাড়িতে নতুন অনেক ফিচারও যুক্ত হয়েছে। আগের তুলনায় Mahindra Scorpio-N ২০৬ মিলিমিটার লম্বা এবং ৯৭ মিলিমিটার চওড়া। তবে আগের তুলনায় উচ্চতায় কমেছে এই গাড়ি। প্রায় ১২৫ মিলিমিটার উচ্চতা কমেছে মহিন্দ্রা স্করপিওর নতুন মডেলের। এর পাশাপাশি আবার হুইলবেস বেড়েছে ৭০ মিলিমিটার।
গাড়ির ভিতরের ডিজাইন- নতুন Mahindra Scorpio-N গাড়িতে একটি ৮ ইঞ্চির টাচ স্ক্রিন রয়েছে। সেখানে AdrenoX ইনফোটেনমেন্ট সিস্টেমের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল টোনের ড্যাশবোর্ড। মূলত সাত সিটের কনফিগারেশন রয়েছে Mahindra Scorpio-N গাড়িতে। তবে Z8 Luxury trim- এর ক্ষেত্রে গ্রাহকরা ছয় সিটের কনফিগারেশনও পাবেন।
ইঞ্জিন- মহিন্দ্রার নতুন স্করপিও গাড়িতে রয়েছে একটি ২ লিটারের mStallion পেট্রোল ইঞ্জিন এবং একটি ২.২ লিটারের mHawk ডিজেল ইঞ্জিন।