2022 Maruti Grand Vitara : মাঝে মাত্র এক দিনের অপেক্ষা। ২০ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে মারুতির প্রিমিয়াম এসইউভি গ্র্যান্ড ভিটারা (Maruti Grand Vitara)। জেনে নিন, কী বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে নতুন এই গাড়িতে ।
Maruti Grand Vitara: এস-ক্রসের বিকল্প হবে এই গাড়ি ?
কোম্পানি সূত্রে খবর , মারুতির সর্বকালের সেরা প্রিমিমাম বৈশিষ্ট্য থাকবে এই গাড়িতে। মারুতির নেকসা (Nexa) আউটলেটের মাধ্যমে বিক্রি করা হবে এই গাড়ি। গ্র্যান্ড ভিটারা মূলত এস-ক্রসের পরিবর্তে বাজারে আনা হচ্ছে। এই গাড়ি টয়োটার সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে কোম্পানি। ভরপুর বৈশিষ্ট্য দেখা যাবে এই গাড়িতে।
New Maruti Grand Vitara: কী দেখতে পাবেন এই গাড়িতে ?
নতুন গ্র্যান্ড ভিটারার ক্লাসে সবচেয়ে বড় প্যানোরামিক সানরুফ দেখতে পাবেন ক্রেতা। ব্রেজার পর এটিই প্রথম মারুতি এসইউভি যার একটি প্যানোরামিক সানরুফ রয়েছে। এখানেই শেষ নয়, এই প্রথম মারুতির এই গাড়িতে একটি অল হুইল ড্রাইভ (AWD) সিস্টেম দেওয়া হয়েছে৷ অল-গ্রিপ AWD সিস্টেমটি গ্লোবাল সুজুকি গাড়িতে পাওয়া যায়। যা এখন নতুন গ্র্যান্ড ভিটারাতেও পাওয়া যাবে।
Maruti Grand Vitara: ভিতরে পাবেন নতুন কিছু
গাড়িতে ড্রাইভার ড্যাশবোর্ডে ডায়ালের মাধ্যমে অনেক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবেন। স্পোর্ট বা অটোমেটিক মোড দেওয়া রয়েছে বিভিন্ন রাস্তায় পরিস্থিতি অনুযায়ী গাড়ি চালানোর জন্য। বরফের মতো বিভিন্ন ভূখণ্ডের জন্য 'অল হুইল ড্রাইভ' দেওয়া হয়েছে। যা রাস্তার অবস্থা দেখে সব চাকায় পাওয়ার পাঠায়। আপনি চাইলে অফ-রোডিংয়ের জন্য লক ব্যবহার করতে পারেন।
New Maruti Grand Vitara: এ ছাড়াও কী থাকছে গাড়িতে ?
এ ছাড়াও, গ্র্যান্ড ভিটারায় একটি ৯-ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। যা এতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড সিটস, হেডস আপ ডিসপ্লে ও আরও অনেক কিছু পাওয়া যায়।
Maruti Grand Vitara: কতটা শক্তশালী হবে এই গাড়ির ইঞ্জিন ?
ম্যানুয়াল ১.৫ লিটার পেট্রল ইঞ্জিনে AWD সিস্টেম দেওয়া হবে। যেখানে 2WD-তে প্যাডেল শিফটার-সহ একটি ঐচ্ছিক ৬স্পিড অটো পাওয়া যাবে। ম্যানুয়ালের ক্ষেত্রে ৫স্পিডের গিয়ারবক্স রয়েছে গাড়িতে। এ ছাড়াও রয়েছে একটি শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন। যার একটি ১.৫ লিটার ইঞ্জিন ও একটি eCVT গিয়ারবক্স রয়েছে। Toyota Hyryder এর মতো এতে আপনি চাইলে কেবল বৈদ্যুতিক মোডে গাড়ি চালাতে পারবেন।
আরও পড়ুন : Audi A8 L 2022: পিছনে সরানো যাবে সিট, আউডির এই গাড়িতে রয়েছে ফুট ম্যাসাজার