কলকাতা: এবার এক 'সিঙ্গল মাদার'-এর (Single Mother) চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। ছবির নাম 'আকরিক' (Akorik)। ছবির পোস্টার (Poster) এল প্রকাশ্যে। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও একাধিক তাবড় অভিনেতাকে দেখা যাবে।


প্রকাশ্যে 'আকরিক' ছবির পোস্টার


'আইসবার্গ ক্রিয়েশনস'-এর ছবি 'আকরিক'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় (Victor Banerjee), অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক।


'আকরিক' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য। এই ছবি বলবে এক ৭৫ বছরের বৃদ্ধ ও ১০ বছরের ছেলের সম্পর্কের। এই ব্যক্তি চিরকার যৌথ পরিবারের ছাতায় বড় হয়েছেন সকলের সঙ্গে মিলেমিশে। অন্যদিকে ১০ বছরের বাচ্চা ছেলেটির জীবনে মা ছাড়া কেউ নেই। সিঙ্গল মাদার তার মা।


বয়স্ক ভদ্রলোক এখন তাঁর জীবনের শেষ পর্যায়ে, অসুস্থ স্ত্রীর সঙ্গে পাহাড়ের মাঝখানে একটি সুন্দর শহরে বাস করেন যেখানে ছেলেটি তার মায়ের সঙ্গে ছুটি কাটাতে আসে। সেখানেই দুই অসমবয়ী মানুষের দেখা হয়। ভিন্নভাবে বেড়ে উঠলেও এই দুই বিষম বয়সী মানুষই নিজেদের মধ্যে একটা আবেগের সম্পর্ক তৈরি করে ফেলে। 


যুগে যুগে বাঙালিদের মধ্যে যৌথ পরিবার ব্যবস্থার বিচ্ছেদ ঘটেছে। তৈরি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি এং সেই থেকে আজ তা একক অভিভাবকত্বে এসে পৌঁছেছে। এটি যেন একটি সাংস্কৃতিক সঙ্কট এবং বছরের পর বছর ধরে, অনেক প্রজন্ম তাঁদের শিকড় ঠিকমতো চেনেইনি। এই সমস্যার দিকেই নজর দেবে এই ছবি। নিরপেক্ষভাবে এই পরিস্থিতির দিকে নজর দেবে এই ছবি এবং একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে - আমরা কোন দিকে চলেছি?


আরও পড়ুন: Doctor's Short Film: আত্মরক্ষার তাগিদেই 'সিদ্ধান্ত’, নিগ্রহের বিরুদ্ধে শর্ট ফিল্মে সরব চিকিৎসকরা


প্রসঙ্গত, বহুদিন পর 'আকরিক' ছবির হাত ধরে বাংলা সিনেমা দুনিয়ায় ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পরিচালকের কথায়, 'যৌথ থেকে একক পরিবার, এখন একক অভিভাবকত্ব। এটা কি কোনও ক্রাইসিস তৈরি করছে? আমরা কি আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি? আমি বিশ্বাস করি যে গোটা বিশ্বের মানুষ এই ছবির সঙ্গে একাত্ম বোধ করবেন।'