September New Rules: মাস শুরু হতেই একাধিক নিয়মে (Rule Change From September) হচ্ছে পরিবর্তন। সরাসরি যার প্রভাব পড়তে পারে আপনার পকেটে। সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নতুন এই নিয়মগুলি। এতে আধার আপডেট (Aadhaar Update) থেকে শুরু করে নমিনি ও ডিম্যাট অ্যাকাউন্টের (Demat Account) জন্য কেওয়াইসি আপডেটের (KYC Update) মতো রয়েছে অনেক নিয়ম। জেনে নিন, আজ থেকে কী কী পরিবর্তন ঘটতে চলেছে।
IPO: মাত্র তিন দিনে আইপিও তালিকাশেয়ারবাজারে যেকোনও আইপিওর সাবস্ক্রিপশন বন্ধ করার পর তালিকাভুক্তির জন্য ৬ দিন সময় লাগত, এখন যা কমে তিন দিন হয়েছে। সেবি তার বিজ্ঞপ্তিতে বলেছে, আইপিও-র তালিকা এখন মাত্র তিন দিনের মধ্যে করা হবে । এই নতুন নিয়মটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
Mutual Fund: মিউচুয়াল ফান্ডের নিয়মে পরিবর্তনSEBI বর্তমানে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড স্কিমগুলির সরাসরি বিনিয়োগের একটি কার্যকরী প্ল্যাটফর্মের জন্য নতুন নিয়ন্ত্রক কাঠামো চালু করেছে। নতুন নিয়মগুলি বিনিয়োগকারীদের জন্য শুধুমাত্র এক্সিকিউশন প্ল্যাটফর্মের (EOP)-সুযোগ করে দেবে। পাশাপাশি এটি বিনিয়োগকারীদের নতুন সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইনভেস্ট করা আরও সুবিধাজনক করে তুলবে৷ এতে ব্যবসা সহজ হবে। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। এই বিষয়ে অবশ্যই বিস্তারিত জেনে নিন।
Credit Card Update: ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হবেঅ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ১ সেপ্টেম্বর থেকে ম্যাগনাস ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এটি বিশেষ ব্যবস্থা। এখন ম্যাগনাস ক্রেডিট কার্ডধারীদের কিছু লেনদেনে ছাড় দেওয়া হবে না। এছাড়া, এই ধরনের কার্ডধারীদেরও ১ সেপ্টেম্বর থেকে চার্জ দিতে হতে পারে।
আপনি আরও বেশি বেতন পাবেন১ সেপ্টেম্বর থেকে ভাড়ামুক্ত (Rent Free Accommodation) থাকার নিয়মে পরিবর্তন আনতে চলেছে আয়কর দফতর। এর আওতায় নিয়োগকর্তার কাছ থেকে উচ্চ বেতন এবং বসবাসের ভাড়া বিনামূল্যে পাওয়া কর্মচারীরা এখন আরও বেশি সঞ্চয় করতে পারবেন। এই নিয়মের অধীনে বেতনে কর কম কাটা হবে এবং কর্মীরা বেশি টেক হোম স্যালারি পাবেন। ফলে তাদের মাসের শুরুতে আরও বেশি বেতন আসবে।
এটিএফ মূল্যে পরিবর্তন১ সেপ্টেম্বর থেকে জেট ফুয়েল অর্থাৎ ATF-এর দামে পরিবর্তন এসেছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন দিল্লিতে জেট ফুয়েল ১,১২,৪১৯.৩৩ টাকা হয়েছে, যা আগে ছিল ৯৮,৫০৮.২৬ টাকা প্রতি কিলো লিটার৷ অর্থাৎ এর দাম প্রতি কিলো লিটারে ১৩,৯১১.০৭ টাকা বেড়েছে।