Twitter Blue Subscription: আগামী ২৯ নভেম্বর ট্যুইটারে (Twitter) নতুন করে চালু হতে চলেছে ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন (Blue Tick verifications Subscription)। এই পরিষেবা পেতে চাইলে নতুন ট্যুইটার ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে। অর্থাৎ ট্যুইটার মাধ্যমে ৯০ দিন পূর্ণ করলে তবে একজন ইউজার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন নিতে পারবেন। ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যত প্রতিদিনই বদল হচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। নতুন মালিক ইতিমধ্যেই একগুচ্ছ কর্মীকে ছাঁটাই করেছেন ট্যুইটার থেকে। এর পাশাপাশি পরিবর্তন হয়েছে বিভিন্ন নিয়ম কানুনের। কর্মীদের জন্য যথেষ্ট কড়া বার্তাও দিয়েছেন ইলন মাস্ক। এবার শোনা গেল ব্লু টিক নিয়ে নয়া নিয়ম।


ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন


আগে ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত এবং তার ভিত্তিতে নিজেদের বিভিন্ন তথ্য দিতে হত। এইসব তথ্য ভেরিফিকেশনের মাধ্যমেই ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক প্রদান করা হবে। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবর্তন হয়েছে এই ব্লু টিকের নিয়ম। এবার থেকে যেকোনও ইউজার টাকা দিয়ে ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। মাসিক ৮ ডলারের বিনিময়ে সমস্ত ইউজাররা পাবেন ব্লু টিক। মাঝে এই পরিষেবা চালু হয়েছিল। তবে আচমকাই তা বন্ধ হয়ে যায়। এবার ফের নতুন করে শুরু হচ্ছে। অনেকে অবশ্য এভাবে সবাই ব্লু টিক পেয়ে যাওয়ার ফিচারে বিশেষ খুশি নন। কারণ এর মাধ্যমে ট্যুইটারে অনেক প্রতারণার আশঙ্কা করছেন তাঁরা। 


তবে এর উল্টো দিকের কথা বলা হয়েছে ট্যুইটারের নতুন ব্লু টিক ফিচারে। ট্যুইটারে বিভিন্ন ট্রোল অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রেও ব্লু টিকের জন্য অনুমোদন দিয়েছেন ট্যুইটার। এই সমস্ত ট্রোল অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার সম্ভাবনা থাকে। এ যাত্রায় সেটা কমবে।


কর্মী ছাঁটাই


ট্যুইটারের পরে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন এবং ডিজনির মতো সংস্থাও। অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছে ২০২৩ সালেও তাদের কোম্পানিতে চলবে কর্মী ছাঁটাই। ইতিমধ্যেই প্রায় ১০ হাজার কর্মী কাজ হারিয়েছেন। এর মাঝে আবার শোনা গিয়েছে, কু অ্যাপ, ট্যুইটার থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করতে ইচ্ছুক। কু অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা Mayank Bidawatka জানিয়েছেন, তাঁদের সংস্থায় তাঁরা নতুন কর্মী নিয়োগ করতে ইচ্ছুক। বিশেষ করে ট্যুইটার থেকে যাঁদের ইলন মাস্ক ছাঁটাই করেছেন তাঁদের নিয়োগ করতেই আগ্রহী কু- এর সহ-প্রতিষ্ঠাতা।  


আরও পড়ুন- ৬০ হাজারের কম দামে আইফোন ১৪, স্যামসাং-ওয়ানপ্লাসের এই ফোনগুলির সঙ্গে হবে লড়াই